শিরোনাম
◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার ◈ এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ আলবেনিয়া! ◈ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই আবদুর রশিদ জিতু

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৩, ০৮:১০ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২৩, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরএফইডির নেতৃত্বে সাইদুর-হিমেল 

সাইদুর-হিমেল 

এম এম লিংকন: রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নির্বাচনে সভাপতি ইত্তেফাকের সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল ২৪-এর মুকিমুল আহসান হিমেল। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ১টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। 

রাজধানীর নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয় এ ভোটগ্রহণ। এর আগে একই জায়গায় অনুষ্ঠিত হয় সংগঠনটির বার্ষিক সাধারণ সভা। আরইফইডির ৬০ জন ভোটারের মধ্যে সবাই ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে এর মধ্যে একটি ভোট বাতিল হয়েছে বলে জানা গেছে।
বিজয়ীরা হলেন:

সভাপতি পদে চ্যানেল আই এর সোমা ইসলামের চেয়ে ১১ ভোট বেশি পেয়ে প্রথমবারেরমত বিজয়ী হয়েছেন সাইদুর রহমান। তিনি পেয়েছেন ৩৪ ভোট। আর সোমা ইসলাম পেয়েছেন ২৩ ভোট। আবার সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তানিয়া রহমান (৭১ টেলিভিশন)।

এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন চারজন। এদের মধ্যে ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন চ্যানেল ২৪-এর মুকিমুল আহসান হিমেল। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ প্রতিদিনের গোলাম রাব্বানী পেয়েছেন ১৮ ভোট, বাংলাভিশন অনলাইনের হুমায়ুন কবির পেয়েছেন ১১ ভোট ও এবং বাংলানিউজ২৪-এর ইকরাম উদ দৌলা পেয়েছেন ৪ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, বৈশাখী টেলিভিশনের কাজী ফরিদ। তিনি পেয়েছেন ৩৯ ভোট। তার নিকটতম প্রার্থী আরটিভির আতিকা রহমান পেয়েছেন ১৭ ভোট। 

অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, আরিফুল ইসলাম (আলোকিত বাংলাদেশ)। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের বেলায়েত হোসাইন। তিনি পেয়েছেন ৩৭ ভোট। এ পদের নিকটতম প্রার্থী ঢাকা পোস্টের সাইদ রিপন পেয়েছেন ২০ ভোট। দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. সিরাজুস সালেকীন চৌধুরী (মানবজমিন)।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নিউজ বাংলার খায়রুল ইসলাম বাশার। তিনি পেয়েছেন ৩৬ ভোট। এ পদের নিকটতম প্রার্থী ডেইলি সানের মুহিবুব জামান পেয়েছেন ২৪ ভোট।

কার্যনির্বাহী সদস্যের পাঁচটি পদে পাঁচজন প্রার্থী থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে সদস্য পদের ধারাক্রম নির্ধারণ করতে এ পদে ভোট গ্রহণ হয়েছে।

এ পদে প্রতিদিনের সংবাদের গাজী শাহনেওয়াজ পেয়েছেন ৩৮ ভোট, ইন্ডিপেন্ডেন্ট টিভির মাহমুদুল হাসান পারভেজ পেয়েছেন ৩৬ ভোট, ডিবিসির মোসা. কাওসারা চৌধুরী কুমু পেয়েছেন ৩১ ভোট, বাংলাভিশনের সৈকত সাদিক পেয়েছেন ৩০ ও নয়া দিগন্তের হামিদ সরকার পেয়েছেন ২৯ ভোট।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন আশিষ সৈকত। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ নজরুল ইসলাম ও মহিউদ্দিন আলমগীর জুয়েল।
এমএম/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়