শিরোনাম
◈ অর্থনৈতিক সংকটে সিংহভাগ মানুষ কোরবানি দিতে পারেনি: জিএম কাদের ◈ সুপার এইটে স্থান, ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ ফিলিস্তিনসহ সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ◈ শাসকগোষ্ঠী উল্লাসের ঈদ করছে আর বিএনপি নেতাকর্মীদের বাসায় চলছে শোকের মাতম: রিজভী  ◈ কারাগারে গরু ও খাসি কোরবানি, বন্দিদের বিশেষ বিনোদনের ব্যবস্থা ◈ দেশবাসীকে ভয়ভীতি কোরবানি দেওয়ার আহ্বান মির্জা আব্বাসের ◈ এবারের ঈদ দেশের মানুষের কাছে একটা কষ্টের দিন: মির্জা ফখরুল ◈ ঈদুল আজহা উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধাদের অভিনন্দন প্রধানমন্ত্রীর ◈ ভারতে ফ্রিজে গরুর মাংস পাওয়ায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো ১১টি বাড়ি ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫০ বছরের পেট্রোডলার চুক্তি বাতিল করল সৌদি আরব

প্রকাশিত : ২৫ মে, ২০২৪, ০৭:০৬ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৪, ১১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকদের ‘দুর্নীতিবাজ’ বললেন এমপি সিদ্দিকুর

মনজুরুল ইসলাম, নাটোর: [২] নাটোরের বড়াইগ্রাম উপজেলার একজন সাংবাদিক ছাড়া বাকি সবাইকে দুর্নীতিবাজ বলে দাবি করেছেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এতে স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ। 

[৩] শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার বনপাড়া বাজারে ইউনিটি প্রেসক্লাবের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই দাবি করেন সংসদ সদস্য।
 
[৪] সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকের নাম দিতে গেলে একমাত্র সাইফুল ছাড়া আর কাউকেই খুঁজে পাই না আমি। এমন কেউ নাই যে দুর্নীতি করে না। সাইফুল ছাড়া একজনকেও প্রকৃত সাংবাদিক হিসেবে দেখতে পাই না। যদি বলেন আমি অন্ধ তাহলে অন্ধই। একজনকেই বেশি ভালো মনে হয়, সবাই তো আর সৎ হয় না।’

[৫] সংসদ সদস্যের এমন বক্তব্যে ক্ষোভ বিরাজ করছে বড়াইগ্রামের সাংবাদিকদের মধ্যে। 

[৬] বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ওহিদুল হক সংসদ সদস্যের এই বক্তব্যের প্রতিবাদ করে বলেন, ‘প্রেসক্লাবের কোনো সদস্যের বিরুদ্ধে কেউ দুর্নীতির প্রমাণ দিতে পারবে না। তারা অভাবের মধ্যে থাকলেও, কখনও ব্যক্তিত্ব বিসর্জন দেননি। এরপরও এত বড় এক মিথ্যা অভিযোগ আমার কলিজায় আঘাত করেছে। এভাবে ঢালাওভাবে কাউকে দোষারোপ করা ঠিক না। আমি এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

[৭] বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা বলেন, ‘সংসদ সদস্য যেটা বলেছেন সেটার প্রমাণ দিতে হবে। প্রমাণ না দিতে পারলে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। আমরা সবাই একসঙ্গে বসে পরবর্তী সিন্ধান্ত নেবো।’ 

[৮] এ বিষয়ে সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘কে ভালো আছে খুঁজে বের করুন। যারা বেশি বেশি লেখে তারা বেশি দুর্নীতিবাজ। সাংবাদিকরা সমাজের দর্পণ। এই দর্পণের অনুকূল চরিত্রগঠন কর্মকাণ্ড পরিচালনার জন্য কথা প্রসঙ্গে এমনটা বলেছি।’

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়