শিরোনাম
◈ আলু, পেঁয়াজ, চালে বাংলাদেশ ভারতের ওপর কতটা নির্ভরশীল? ◈ ভারতে ধর্ষণের দায়ে আ’লীগের ৪ নেতা গ্রেফতার! ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ইইউ’র ২৮ রাষ্ট্রদূত ◈ বাশারের ‘আয়নাঘরে’ থেকে মুক্ত ১৩৭০০০ বন্দী ◈ শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিরিয়া, এরপর কোন দেশ? ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে টটেনহ্যামকে হারালো চেলসি ◈ ভাষা আন্দোলনের স্মৃতিচিহ্ন ধ্বংস, নতুন মিনার নির্মাণের উদ্যোগ ◈ আমি একজন সেবক, আমি রেভিনিউ ট্যাক্স কালেক্টর না, আমার কাজ সেবা দেওয়া: ডিএমপি কমিশনার ◈ এত বড় বড় দুর্নীতি হয়েছে, দুদককে অবশ্যই সচল করতে হবে : আসিফ নজরুল ◈ আগামী ২৪ ঘণ্টায় যে দুই বিভাগে তাপমাত্রা কমবে ২ ডিগ্রি সেলসিয়াস, জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪৫ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী ওমরাহযাত্রীদের পোশাক নিয়ে যে নির্দেশনা দিল সৌদি

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব: মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া নারীরা কি ধরনের পোশাক পরিধান করতে পারবে সেটি নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব সরকার।

দেশটির ওমরাহ ও হজ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এর বরাতে জানা যায়, নারীরা ওমরাহর জন্য আলংকারিক পোশাক পরিহার করে সাদাসিধে পোশাক নির্বাচন করবেন। পোশাক ঢিলেঢালা হতে হবে। পোশাক এমন হতে হবে, যা পরিধান করার পর দেহের কোনো অংশ প্রকাশিত হয় না।

মন্ত্রণালয় আরও বলেছে যে, ওমরাহ পালনের সময় নারীরা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোশাক পরতে পারবে। তবে সেটি অবশ্যই নিয়মের মধ্যে থাকতে হবে, পোশাক এমন হতে হবে, যা পরিধান করার পর দেহের কোনো অংশ যেনো পরিলক্ষিত না হয়।

পবিত্র হজের সময় ব্যতিত যে কোনো সময় উমরাহ পালন করা যায়। তবে বছরের একটি নির্দিষ্ট সময় উমরাহ করতে বেশি মানুষের আগমন ঘটে। যেটিকে উমরাহর মৌসুম হিসেবে বলা হয়। যা হজের পরপরই শুরু হয়।

সে হিসেবে এ বছর ইতিমধ্যে উমরাহর মৌসুম শুরু হয়ে গেছে। আর এর মাঝেই দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয় মনে করিয়ে দিয়েছে, উমরাহ করতে আসা নারীদের অবশ্যই শালীন এবং ঢিলেঢালা পোশাক পরতে হবে।

কোনো পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়াই গত বছর থেকে ওমরাহ পালনের অনুমতি দিয়ে আসছে সৌদি সরকার। তবে এ ক্ষেত্রে মানতে হয় একটি শর্ত। তা হলো একটি দলের অংশ হিসেবে পবিত্র ওমরাহ পালনে যেতে হয় নারীদের।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়