শিরোনাম
◈ মবের তাণ্ডব, ডাইনী সন্দেহে একই পরিবারের পাঁচজনকে পু.ড়িয়ে হত্যা ◈ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত, আহত দুই ◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:২৭ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন যে ১০ সাহাবি

প্রতিকী ছবি

ইসলাম ডেস্ক: পরপারে জান্নাত কে পাবেন- এ কথা বলা কঠিন। ছোট্ট একটি খারাপ আমলের কারণে অনেকের সব নেক কাজ বরবাদ হতে পারে। আবার ছোট্ট একটি আমল তাকে জান্নাতে নিয়ে যেতে পারে।

কে জান্নাতে যাবে তা সরাসরি না বলা গেলেও হজরত মুহাম্মদ (সা.) এর সান্নিধ্যপ্রাপ্ত ১০ জন সাহাবি ছিলেন, যারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তাদের বলা হয় আশারায়ে মুবাশশারা, অথার্ৎ ১০ সুসংবাদপ্রাপ্ত।

হজরত সাঈদ ইবনে যায়িদ (রা.) বর্ণনা করেন,  আমি সাক্ষ দিচ্ছি যে আল্লাহর রাসুলকে (সা.) বলতে শুনেছি যে, দশজন লোক জান্নাতে যাবে। আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর ইবনুল আওয়াম জান্নাতি, আবদুর রহমান ইবনে আউফ জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি এবং আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। আমি কি দশম ব্যক্তির নাম বলব? সাহাবিরা বললেন, কে তিনি? তিনি নীরব থাকলেন। সাহাবিরা আবার বললেন, কে তিনি? তখন তিনি বললেন, তিনি হলেন সাঈদ ইবনে যায়িদ। (সুনান আবু দাউদ)

আশারায়ে মুবাশশারা, অথার্ৎ সুসংবাদপ্রাপ্ত সেই ১০ সাহাবি হলেন-

১. হজরত আবু বকর সিদ্দীক (রা.)। ২. হজরত উমার বিন খাত্তাব (রা.)। ৩. হজরত উসমান বিন আফফান (রা.)। ৪. হজরত আলী বিন আবি তালিব (রা.)। ৫. হজরত আবু উবাইদাহ বিন জাররাহ (রা.)। ৬. হজরত সা’দ বিন আবি ওয়াক্কাস (রা.)। ৭. হজরত আবদুর রহমান বিন আওফ (রা.)। ৮. হজরত যুবাইর বিন আওম (রা.)। ৯. হজরত তালহা বিন উবায়দুল্লাহ (রা.) ও ১০. হজরত সাঈদ বিন যায়দ (রা.)। ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়