শিরোনাম
◈ জাকসুর আরেক নির্বাচন কমিশনার অধ্যাপক স্নিগ্ধার পদত্যাগ ◈ হোটেল রুমে গোপন ক্যামেরা শনাক্তের ৬ কার্যকর উপায় ◈ জাকসুর ভোট গণনা শেষ, অপেক্ষা ফলের ◈ আ. লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ নয় : ফাওজুল কবির ◈ নির্বাচনে কারচুপি প্রমাণিত হলে চাকরি ছেড়ে দেব : জাকসুর সিইসি ◈ টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ◈ জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা ◈ ভোট চুরি চলতে থাকলে ভারতেও নেপাল–বাংলাদেশের মতো গণবিক্ষোভ ঘটতে পারে: অখিলেশ যাদব ◈ আগামী জাতীয় নির্বাচনে দেশি-বিদেশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে: লন্ডনে তথ্য উপদেষ্টা ◈ যশোর সীমান্তে স্বর্ণপাচার বেড়েছে, আট মাসে উদ্ধার ২৬ কোটি টাকার স্বর্ণবার

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২১ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তবে কি খুঁজে পাওয়া গেল কোরআনে বর্ণিত সামুদ জাতির ঘরবাড়ি? (ভিডিও)

পবিত্র কোরআনে সামুদ জাতির কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। তারা পাহাড় কেটে বিশাল প্রাসাদ ও ঘরবাড়ি তৈরি করত। আল্লাহর অবাধ্যতার কারণে পুরো জাতি ধ্বংস হয়ে যায় এবং তাদেরকে মানবজাতির জন্য সতর্ক নিদর্শন হিসেবে রেখে দেওয়া হয়। সূত্র: বাংলাভিশন

আল্লাহ তায়ালা বলেন, আদ জাতির পর উত্তরাধিকারী হিসেবে সামুদদেরকে জমিনে বাসস্থান দান করেছিলেন। তারা সমতল ভূমিতে প্রাসাদ এবং পাহাড় কেটে ঘর তৈরি করত। কিন্তু তারা আল্লাহর নবী হযরত সালেহ (আ.)-এর সতর্কবাণী অমান্য করেছিল।

সালেহ (আ.)-এর মাধ্যমে তাদের জন্য একটি অলৌকিক উট পাঠানো হয়েছিল, যার বিষয়ে শর্ত দেওয়া হয়েছিল—একদিন উট পানি পান করবে, আরেকদিন গোটা জাতি পানি ব্যবহার করবে। কিন্তু সামুদ জাতি উটটিকে হত্যা করে চরম অবাধ্যতা প্রদর্শন করে। এরপর আল্লাহ তাদের তিন দিনের সময় দেন। অবশেষে প্রচণ্ড শব্দ ও ভূমিকম্পে তারা মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। কোরআনে বলা হয়েছে, তারা নিজেদের ঘরেই মুখ থুবড়ে পড়ে যায়, যেন তারা সেখানে কখনো বাস করেনি।

১৮১২ সালে এক ইউরোপীয় গবেষক জর্ডানে আবিষ্কার করেন এক ধ্বংসপ্রাপ্ত শহর—পেট্রা। লাল পাহাড় কেটে তৈরি বাড়িঘর ও প্রাসাদসমৃদ্ধ এ নগরী ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। গবেষকরা ধারণা দেন, প্রায় ৯০০০ বছর আগে এক ভূমিকম্পে শহরটি ধ্বংস হয়ে যায়।

এরপর থেকেই প্রশ্ন ওঠে—পেট্রা নগরীই কি কোরআনে বর্ণিত সামুদ জাতির বসত?

* অবস্থান ও স্থাপত্যশৈলী: পাহাড় কেটে প্রাসাদ নির্মাণের বর্ণনা পেট্রার সাথে হুবহু মিলে যায়।
* সমস্যা: প্রত্নতাত্ত্বিকরা পেট্রার ধ্বংসাবশেষের সময়কাল কোরআনে বর্ণিত সামুদ জাতির সময়ের সঙ্গে মেলাতে পারছেন না।

২০২২ সালে Muslim Ink প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রত্নতাত্ত্বিক সময় নির্ধারণের পদ্ধতি শতভাগ নির্ভুল নয়। একই প্রাচীন নিদর্শনের বয়স ভিন্ন পদ্ধতিতে ভিন্নভাবে বের হতে পারে। তাই পেট্রা নগরীর প্রকৃত বয়স নির্ধারণে ত্রুটি থাকতে পারে। প্রতিবেদনে আরও কিছু প্রমাণ ও যুক্তি তুলে ধরা হয় যা সামুদ জাতি ও পেট্রার সংযোগের সম্ভাবনা উজ্জ্বল করে।

গবেষকরা একমত—পেট্রার পাহাড়কাটা স্থাপনা ও কোরআনে সামুদ জাতির বর্ণনার মাঝে বিস্ময়কর মিল রয়েছে। তবে চূড়ান্তভাবে বলা যাচ্ছে না পেট্রা-ই কি সামুদ জাতির ধ্বংসাবশেষ। বিষয়টি স্পষ্ট করতে আরও গভীর গবেষণা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়