শিরোনাম
◈ খোলাবাজারে ডলারের দাম বৃদ্ধি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ◈ পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন ছুটিতে, দায়িত্ব নিচ্ছেন নজরুল ইসলাম ◈ রেমিট্যান্সে করের প্রস্তাব: যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত কি বৈদেশিক মুদ্রা প্রবাহে বিপর্যয় আনবে? ◈ চাহিদা মেটাতে সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার ◈ ১৫ বছরে বাজারের প্রতিযোগিতা নষ্ট করা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা ◈ বেনাপোলে স্কুলের ফ্যান,ক্যামেরা, চেয়ার ভেঙে শিক্ষার্থীদের টিকটক ◈ বাংলাদেশের প্রতি বিশ্বের আস্থা বাড়ছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, কাল বিক্ষোভে নামছে এনসিপি (ভিডিও) ◈ কালো টাকা সাদা করার সব বিধান বাতিলের দাবি টিআইবির ◈ ধর্মীয় সম্প্রীতির নামে সংঘাত, স্বর্ণমন্দিরে হামলা অভিযোগ নতুন রাজনৈতিক উত্তেজনার ঝুঁকি

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ১০:৩৬ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোরবানির গরুর বয়স কত হওয়া জরুরি, গরুর বয়স নির্ধারণের পদ্ধতি

ইসলামি শরিয়তে কোরবানির জন্য গরুর একটি বয়সসীমা নির্ধারিত রয়েছে। এটি নিশ্চিত করতে হয় যে, কোরবানির পশুটি শারীরিকভাবে পরিপক্ব ও সুস্থ-সবল কি না। এই প্রতিবেদনে আমরা জানব, গরু কত বছর বয়সে কোরবানির জন্য উপযুক্ত হয় এবং এর সত্যতা কীভাবে নিশ্চিত করা যায়।

কোরবানির জন্য গরুর উপযুক্ত বয়স কত?
ইসলামী বিধান অনুসারে, গরু বা মহিষ কোরবানির উপযুক্ত হওয়ার জন্য তার বয়স কমপক্ষে দুই বছর (২৪ মাস) হতে হবে। দুই বছর পূর্ণ না হলে সেটি কোরবানির জন্য বৈধ বলে গণ্য হয়। অর্থাৎ দুই বছর পূর্ণ হওয়ার আগে কোনো গরু-মহিষ কোরবানি করা শরিয়াহ মোতাবেক সহিহ নয়। 

এই বিষয়ে হাদিস শরিফে রাসুলুল্লাহ (স.) বলেছেন, তোমরা (কোরবানির জন্য) মুসিন্নাহ ব্যতীত জবাই করো না। (মুসিন্নাহ হলো- ৫ বছর বয়সী উট, ২ বছরের গরু-মহিষ এবং ছাগলের ক্ষেত্রে ১ বছর (শরহুন নববি) যদি সম্ভব না হয় তবে ছয় মাস বয়সী ভেড়া বা দুম্বা। (সহিহ মুসলিম: ১৯৬৩)

গরুর বয়স নির্ধারণের পদ্ধতি
গরুর বয়স নির্ধারণের জন্য সাধারণত দাঁত পরীক্ষা করা হয়। দুই বছর বয়সে গরুর সামনের দুটি স্থায়ী দাঁত (দাতি) উঠে যায়। এই বৈশিষ্ট্য দেখে সহজেই বোঝা যায় যে গরুটি কোরবানির উপযুক্ত হয়েছে কিনা। স্থানীয় হাট বা পশুর বাজারে বিক্রেতারা এই দাঁত দেখিয়ে গরুর বয়স নির্ধারণ করে থাকেন।

কেন দুই বছর বয়স গুরুত্বপূর্ণ?
দুই বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত গরু শারীরিকভাবে পরিপক্ব হয় না। কোরবানি একটি বড় ইবাদত, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা হয়। এজন্য শরিয়াহ মোতাবেক পশুটির পরিপূর্ণতা নিশ্চিত করা জরুরি। দুই বছর বয়স পূর্ণ হওয়া মানে গরুটি সম্পূর্ণভাবে পরিণত হয়েছে এবং তার শরীরিক গঠনও কোরবানির জন্য উপযুক্ত হয়েছে। 

এই বিষয়ে হাদিসে বলা হয়েছে, কোনো পশু কোরবানি করবে না, যদি না সেটি পরিপক্ব হয়। তবে যদি তোমাদের জন্য কঠিন হয়, তবে এক বছরের একটি বাছুর কোরবানি করতে পারো।’ (সহিহ মুসলিম: ১৯৬৩)

কোরবানির পশুর বয়সসীমা
কোরবানির জন্য উটের বয়স পাঁচ বছর হতে হবে। গরু ও মহিষের বয়স দুই বছর হতে হবে। ছাগল, ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে এক বছর হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি ১ বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে, দেখতে ১ বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কোরবানি করা জায়েজ। অবশ্য এক্ষেত্রে কমপক্ষে ৬ মাস বয়সের হতে হবে। উল্লেখ্য, ছাগলের বয়স ১ বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি জায়েজ হবে না। (ফতোয়া কাজিখান: ৩/৩৪৮; বাদায়েউস সানায়ে: ৪/২০৫-২০৬) 

দুই বছর পূর্ণ হলে দাঁত না গজালেও কোরবানি শুদ্ধ হবে
গরু কোরবানির উপযুক্ত হওয়ার জন্য দুই বছর পূর্ণ হওয়া জরুরি। বিশেষ দাঁত উঠা জরুরি নয়। তবে যেহেতু বিশেষ দুটি দাঁত দুই বছর বয়স পূর্ণ হলেই উঠে থাকে তাই সাধারণত দুই দাঁত উঠাকে দুই বছর পূর্ণ হওয়ার আলামত মনে করা হয়। এ কারণেই মানুষ কোরবানির পশু কিনতে গেলে তা পরীক্ষা করে। এতে আপত্তির কিছু নেই। তবে যদি কোনো গরুর ব্যাপারে নিশ্চিতভাবে জানা যায় যে, দুই বছর পূর্ণ হয়েছে, কিন্তু এখনও বিশেষ দুটি দাঁত উঠেনি তাহলে সেই গরু দ্বারা কোরবানি সহিহ হবে। (সহিহ মুসলিম: ২/১৫৫; বাজলুল মাজহুদ: ১৩/১৮; ফতোয়ায়ে খানিয়া: ৩/৩৪৮; ইমদাদুল ফতোয়া: ৩/৬১১-১৩) 

অতএব, গরু কোরবানির উপযুক্ত হওয়ার জন্য দুই বছর বয়স পূর্ণ হওয়া অপরিহার্য। এটি নিশ্চিত করতে হলে দাঁত দেখে যাচাই করা উচিত। ইসলামি বিধানের আলোকে এই শর্তটি পূরণ না হলে কোরবানি সহিহ হবে না। তাই কোরবানির পশু কেনার সময় বয়স যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়