শিরোনাম
◈ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও) ◈ এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ : সাবেক এমপি কায়কোবাদ ◈ জমি অধিগ্রহণের পর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল: চীনা বিনিয়োগকারীদের উদ্বেগ (ভিডিও) ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি  ◈ আর্জেন্টিনার ফুটবল ম্যাচে ইসরায়েলবিরোধী বিক্ষোভ: পতাকা, কফিন, ড্রোন—৫ সমর্থক গ্রেপ্তার, নিষেধাজ্ঞা জারি ◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও)

প্রকাশিত : ০২ জুলাই, ২০২২, ০৯:০০ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২২, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের জন্য বিকল্প হজ ফ্লাইট ঘোষণা

হজ

ওয়ালিউল্লাহ সিরাজ: যুক্তরাজ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের হজযাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ঘোষণা করেছে সৌদি আরব। আরব নিউজ

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণারণায় জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের হজযাত্রীদের জন্য নিয়তিম ফ্লাইটে অতিরিক্ত আসন ও বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হবে।  

মন্ত্রণালয় আরো জানায়, এ সব দেশের যাদের এখনো ভিসা নিয়ে জটিলা আছে সেগুলো অতিদ্রুত সমাধান করা হবে। 

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় মোতাউইফ নামে একটি নতুন অ্যাপ খুলে সেখানে রেজিস্ট্র্রেশন করতে বলে। এরপরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের হজযাত্রীরা ভীষণ ভোগান্তিতে পড়ে যায়। কোনো কোনো যাত্রী বলেন, আমরা কোভিডের আগেই হজের টাকা জমা দিয়ে রেখেছি কিন্তু নতুন অ্যাপে রেজিস্ট্র্রেন করার পর এখনো নিশ্চিত করা হয়নি।

হজ ও ওমরাহ বিষয়ক  উপমন্ত্রী হেশাম এ সাইদ বলেন, নতুন মোতাউইফ অনলাইন পোর্টালে হজযাত্রীরা প্রযুক্তিগত কিছু সমস্যায় পড়েছেন। এ সমস্যা সমাধানে আমরা চেষ্টা করে যাচ্ছি।

তিনি আরো বলেন, সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে আগামী ৮ জুলাই। তার আগেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। যাদের বয়স ৬৫ বছরের নিচে ও কোভিডের টিকা নিয়েছেন তারা সবাই হজে আসতে পারবেন। 

করোন মহামারির কারণে গত দুই বছর খুবই সীমিত আকারে হজ আদায় হয়েছে। ২০১৯ সালের পর এবারই সব দেশের লোকেরা হজ করতে যেতে পারছেন। সারাবিশ্বের ১০ লাখ মুসলিম এ বছর হজ পালন করার সুযোগ পাচ্ছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়