শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০২ জুলাই, ২০২২, ০৯:০০ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২২, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের জন্য বিকল্প হজ ফ্লাইট ঘোষণা

হজ

ওয়ালিউল্লাহ সিরাজ: যুক্তরাজ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের হজযাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ঘোষণা করেছে সৌদি আরব। আরব নিউজ

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণারণায় জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের হজযাত্রীদের জন্য নিয়তিম ফ্লাইটে অতিরিক্ত আসন ও বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হবে।  

মন্ত্রণালয় আরো জানায়, এ সব দেশের যাদের এখনো ভিসা নিয়ে জটিলা আছে সেগুলো অতিদ্রুত সমাধান করা হবে। 

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় মোতাউইফ নামে একটি নতুন অ্যাপ খুলে সেখানে রেজিস্ট্র্রেশন করতে বলে। এরপরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের হজযাত্রীরা ভীষণ ভোগান্তিতে পড়ে যায়। কোনো কোনো যাত্রী বলেন, আমরা কোভিডের আগেই হজের টাকা জমা দিয়ে রেখেছি কিন্তু নতুন অ্যাপে রেজিস্ট্র্রেন করার পর এখনো নিশ্চিত করা হয়নি।

হজ ও ওমরাহ বিষয়ক  উপমন্ত্রী হেশাম এ সাইদ বলেন, নতুন মোতাউইফ অনলাইন পোর্টালে হজযাত্রীরা প্রযুক্তিগত কিছু সমস্যায় পড়েছেন। এ সমস্যা সমাধানে আমরা চেষ্টা করে যাচ্ছি।

তিনি আরো বলেন, সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে আগামী ৮ জুলাই। তার আগেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। যাদের বয়স ৬৫ বছরের নিচে ও কোভিডের টিকা নিয়েছেন তারা সবাই হজে আসতে পারবেন। 

করোন মহামারির কারণে গত দুই বছর খুবই সীমিত আকারে হজ আদায় হয়েছে। ২০১৯ সালের পর এবারই সব দেশের লোকেরা হজ করতে যেতে পারছেন। সারাবিশ্বের ১০ লাখ মুসলিম এ বছর হজ পালন করার সুযোগ পাচ্ছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়