ববি বিশ্বাস: [২] ২০১৮ সালে চলচ্চিত্র প্রদর্শনীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবার পর সৌদি আরবজুড়ে ক্রমেই বাড়ছে সিনেমা হলের সংখ্যা। ২০২০-২০২১ সালে দেশটিতে ১১টি নতুন সিনেমা হল নির্মিত হয়। সূত্র: সৌদি গেজেট
[৩] সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক ভার্চুয়াল বৈঠকে দ্য সৌদি ফিল্ম কমিশন জানায় ২০২৩ সালে তাদের দেশে ১৭ মিলিয়নের বেশি সিনেমা টিকিট বিক্রি হয়েছে। ‘সৌদি ফিল্মস অ্যাট দ্য বক্স অফিস’ শিরোনামের এ বৈঠকে সৌদি সিনেমার উন্নতি নিয়ে আলোচনা করা হয়।
[৪] বর্তমানে দেশটিতে ৬৯টি ভেন্যুর ৬২৭টি পর্দায় সিনেমা প্রদর্শিত হয়। এই বৃদ্ধির হার বিশ্বে সবচেয়ে বেশি। ২০২২ ও ২০২৩ সালে সৌদিতে ৯০০ মিলিয়ন রিয়ালের টিকিট বিক্রি হয়েছে।
[৫] সৌদি ফিল্ম কমিশনের বৈঠকে টিকিটের মূল্য হ্রাসের সিদ্ধান্ত জানানো হয়। ইতোমধ্যেই দেশটিতে সিনেমা টিকিটের মূল্য ১৬ শতাংশ কমানো হলেও বর্তমানে আরও কমানো হবে। তাছাড়া স্থানীয় সিনেমা সেক্টরকে চ্যালেঞ্জের মুখে টিকিয়ে রাখার আশাও ব্যক্ত করা হয়। সম্পাদনা: ইকবাল খান
আপনার মতামত লিখুন :