শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৪, ০৯:৫৭ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২৪, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় ২৫ হাজারের বেশি নারী-শিশুকে হত্যা করেছে ইসরায়েল: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

এম খান: [২] মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ৭ অক্টোবর থেকে ইসরায়েল বাহিনী (আইডিএফ) গাজায় ২৫ হাজারেরও বেশি নারী-শিশুকে হত্যা করেছে। তিনি আরও বলেন, বেসামরিক মানুষ রক্ষায় ইসরায়েলকে আর সতর্ক হওয়া উচিত।

[৩] টাইমস অব ইসরায়েল জানায়, বৃহস্পতিবার মার্কিন হাউজ আর্মড সার্ভিসেস কমিটির শুনানির সময় গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নারী ও শিশুদের হত্যার পরিসংখ্যান জানতে চাওয়া হয় লয়েড অস্টিনের কাছে। 

[৪] জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই সংখ্যা ২৫ হাজারেরও বেশি।

[৫] এর কয়েক ঘণ্টা পরই পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান উল্লেখ করেছেন। ওই মুখপাত্র আরও বলেন, ‘গাজায় প্রাণহানির সংখ্যা আমরা নিরপেক্ষভাবে তথ্য প্রমাণ পাইনি।

[৬] উল্লেখ্য, গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩০ হাজার ১শ ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়