শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৫০ বিকাল
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মস্কোতে সমাহিত করা হবে কারাগারে মারা যাওয়া নাভালনিকে

সন্ত্রাসী পুতিনকে অবশ্যই জবাবদিহি করতে হবে: স্ত্রী ইউলিয়া

ববি বিশ্বাস: [২] বুধবার বিবিসি জানায়, শুক্রবার সকালে পুতিনবিরোধী রুশ নেতা অ্যালেক্সেই নাভালনিকে রাশিয়ার মেরিনো জেলায় একটি শেষকৃত্য অনুষ্ঠানের পর মস্কোর বোরিসোভস্কয় কবরস্থানে সমাহিত করা হবে।

[৩] ১৬ ফেব্রুয়ারি আর্কটিক কারাগারে হঠাৎ মারা যান অ্যালেক্সেই নাভালনি। তার মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করছে তার স্ত্রী ইউলিয়া নাভালনায়া, মার্কিন প্রেসিডেন্ট সহ বিশ্বের অনেক দেশ।

[৪] এর আগে মঙ্গলবার নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ জানান,  নাভালনির শেষকৃত্য অনুষ্ঠান আয়োজনের জন্য তারা কোনো হল বা কোনো সঠিক স্থান খুঁজে পাচ্ছেন না। এমনকি সব ফিউনেরাল হলগুলো নিজেদের সব জায়গা ভর্তি বলে নাভালনির দলকে ফিরিয়ে দিচ্ছে।  

[৫] নাভালনির দুর্নীতি বিরোধী ফাউন্ডেশনের পরিচালক ইভান জডানভ জানান, আগামী ২৯ ফেব্রুয়ারি নাভালনির শেষকৃত্য অনুষ্ঠানের দিন ধার্য করার চেষ্টা করা হয়। তবে একই দিনে ফেডারেল অ্যাসেম্বলিতে বার্ষিক ভাষণ দেবেন পুতিন। ক্রেমলিন জানে সেদিন নাভালনিকে শ্রদ্ধা জানাতে পুতিনের ভাষণকে কেউ পাত্তা দেবে না। তাই আমরা কর্তৃপক্ষের মাধ্যমে বাধার সম্মুখীন হচ্ছি। 

[৬] অপরদিকে বুধাবার বেলজিয়ামের স্ট্রাসবার্গে অবস্থিত ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেন অ্যালেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া। ভাষণে তিনি তার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যাপারে বলেন, আমরা নিশ্চিত নই যে তার অন্ত্যেষ্টিক্রিয়া শান্তিপূর্ণ হবে কিনা ‘বা যারা আলেক্সিকে বিদায় জানাতে এসেছে পুলিশ তাদের গ্রেপ্তার করবে কিনা।’ সূত্র: আল-জাজিরা

[৭] আল-জাজিরা জানায়, এই অধিবেশনে নাভালনির স্ত্রী ইউলিয়া রাশিয়ার কর্তৃপক্ষ ও প্রেসিডেন্ট পুতিনকে তার স্বামীর মৃত্যুর জন্য দায়ী করেন। এসময় তিনি বলেন, ‘আপনারা যদি সত্যিই পুতিনকে পরাজিত করতে চান, আপনাদের অবশ্যই সংস্কারকের ভূমিকা পালন করতে হবে।... সন্ত্রাসী পুতিনকে অবশ্যই তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে।’ সম্পাদনা: ইকবাল খান

বিবি/আইকে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়