শিরোনাম
◈ সম্পদ বাজেয়াপ্তের আদেশ, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদ কত? যা জানাগেল ◈ জার্মানি ও নেদারল্যান্ডস বিশ্বকাপে জায়গা নি‌শ্চিত কর‌লো ◈ কোটালীপাড়ায় ককটেল হামলায় তিন পুলিশ সদস্য আহত ◈ শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী হতে পারে? ◈ এ‌শিয়া কাপ রাই‌জিং স্টার্স ক্রিকে‌টে আফগানিস্তানকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ ◈ ‘আই ডোন্ট কেয়ার’ পোস্টে বিতর্ক, শাহবাগ থানায় সোপর্দ ঢাবির ডেপুটি রেজিস্টার ◈ তা‌মিম ইকবাল বিপিএল থেকে নাম প্রত্যাহার ক‌রে নি‌লেন ◈ শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের ভবিষ্যৎ কী: বিবিসির বিশ্লেষণ ◈ ফেনীতে সাবেক এমপির বাগান বাড়িতে ছাত্র–জনতার অগ্নিসংযোগ ◈ জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৩৮ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের স্বার্থে ইয়েমেনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন: ইরান

সাজ্জাদুল ইসলাম: [২] ইয়েমেনের ওপর আমেরিকা এবং ব্রিটেনের সর্বশেষ বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, এই বিমান হামলার মধ্য দিয়ে আরো একবার প্রমাণ হয়েছে যে, পাশ্চাত্যের এই দেশ দুটি শুধুমাত্র ইসরায়েলের স্বার্থে আন্তর্জাতিক নিরাপত্তাকে বিসর্জন দিয়েছে। সূত্র: পার্স টুডে

[৩] ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন স্থানে ইঙ্গো-মার্কিন বাহিনী নতুন করে হামলা চালানোর পর রোববার এসব কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ‘এই ধরনের স্বেচ্ছাচারী ও হঠকারী হামলা আন্তর্জাতিকভাবে স্বীকৃত রীতিনীতি এবং ইয়েমেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে।’

[৪] নাসের কানয়ানি আরও বলেন, ইয়েমেনে হামলার মধ্য দিয়ে আমেরিকা ও ব্রিটেন প্রমাণ করেছে যে, তারা গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলের যুদ্ধাপরাধের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে। এছাড়া, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার চেয়ে দখলদার ইসরায়েল সরকারের অবৈধ নিরাপত্তা ও স্বার্থকে প্রাধান্য দিচ্ছে তারা।

[৫] ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, আমেরিকা এবং ব্রিটেন দেখিয়ে দিয়েছে যে, তারা সমস্ত মানবিক নীতি-নৈতিকতা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ লঙ্ঘন করছে। এই দুটি দেশ মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে বাড়িয়ে দিতে এবং গাজা যুদ্ধের বিস্তৃতি ঘটাতে চায় যাতে ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়ে বিশ্ব জনমতকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া যায়। সম্পাদনা: রাশিদ

আইএস/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়