সাজ্জাদুল ইসলাম: [২] মিসরের উত্তরপূর্বাঞ্চলের আল-আরিশ বন্দরে নোঙর করা হয়েছে সংযুক্ত আরব ইমরাতের (ইউএই) ভাসমান হাসপাতালটি। অবরুদ্ধ উপত্যকাটিতে প্রায় ৫ মাস ধরে হামলা চালাচ্ছে। খাদ্য-ওষুধ ও চিকিৎসার সুযোগহীন গাজার ফিলিস্তিনি রোগীদের চিকিৎসা দিতে ১০০ শয্যার হাসপাতালটি পাঠিয়েছে ইউএই। রোববার থেকে ভাসমান হাসাপাতালটিতে চিকিৎসা সেবা প্রদান শুরু হয়েছে। সূত্র: আনাদোলু
[৩] ইউএই’র বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, গাজার বাসিন্দাদের চিকিৎসা সহায়তা দেওয়ার লক্ষ্যে আমিরাত এ ভাসমান হাসপাতাল তৈরি করেছে। হাসপাতালটিতে রোগীদের ভর্তি করা হচ্ছে। হাসপাতালটিকে সব ধরণের চিকিৎসা সরঞ্জামে সুসজ্জিত করা হয়েছে। এতে ইনসেন্টিভ কেয়ার ইউনিট, রেডিওলজি ইউনিট, একটি ল্যাবরেটরি এবং ফার্মাসি রয়েছে।
[৪] হাসপাতালটিতে ডাক্তারসহ ১০০ সদস্যের মেডিকেল স্টাফ রয়েছে। ভাসমান হাসপাতালটি হল সাহারা হাসপাতালেরই সম্প্রসারণ। গত বছর ৩ ডিসেম্বর গাজায় এই হাসপাতালটি উদ্বোধন করা হয়েছিল। ভাসমান হাসপাতালটিতে মারাত্মক রোগীদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এতে একটি হেলিপ্যাড এবং একটি মেরিন বোট রয়েছে।
[৫] গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নৃশংস হামলা, তান্ডব ও গণহত্যা চালিয়ে যাচ্ছে। এতে অন্তত ২৯ হাজার ৬৯০ জন নিহত এবং প্রায় ৭০ হাজার আহত হয়েছেন। সম্পাদনা: রাশিদ
এসআই/আর/এইচএ