শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:২১ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাভালনির স্ত্রী-কন্যার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট

ববি বিশ্বাস: [২] বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত এই বৈঠকে বিরোধী রুশ নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুতে তার পরিবারের কাছে গভীর সমবেদনা প্রকাশ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র: সিবিএস নিউজ

[৩] এ সময় তিনি নাভালনির মুক্ত ও গণতান্ত্রিক রাশিয়া অর্জনের লক্ষ্যে অসীম সাহসিকতাপূর্ন সংগ্রাম এবং দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার কন্ঠস্বর হবার প্রশংসা করেন বাইডেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ। 

[৪] ইতোমধ্যেই এই বৈঠকের কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে হোয়াইট হাউস। ছবিগুলোতে দেখা যায়, নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়াকে সহানুভূতিপূর্ণ আলিঙ্গন করছেন প্রেসিডেন্ট বাইডেন।

[৫] বৃহস্পতিবার লস এঞ্জেলেসের গণমাধ্যমকর্মীদের পুতিন বলেন, ‘আজকে আমার অ্যালেক্সেই নাভালনির স্ত্রী এবং কন্যার সঙ্গে সাক্ষাত করার সৌভাগ্য হয়েছে। দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, নাভালনী অসীম সাহসী ছিলেন এবং এটি একটি চমৎকার বিষয় যে তার স্ত্রী ও কন্যাও সেটিই ফুটিয়ে তুলছে।’

[৬] মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তার প্রশাসন অতি শীঘ্রই নাভালনির হত্যাকারী রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে। এর আগে ক্যালিফোর্নিয়ায় এক নির্বাচনী প্রচার অনুষ্ঠানেও পুতিনের বিপক্ষে পারমাণবিক যুদ্ধের আশাঙ্কার কথা তুলে ধরেন বাইডেন।

[৭] গত শুক্রবার রাশিয়ার একটি কারাগারে সাজা ভোগ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে ৪৭ বছর বয়সী অ্যালেক্সেই নাভালনির মৃত্যু হয়। এখনও নাভালনির মৃতদেহ তার পরিবারকে হস্তান্তর করা হয়নি। সম্পাদনা: ইকবাল খান

বিবি/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়