শিরোনাম
◈ আমেরিকায় বাংলাদেশি হাবিব নুরের সফলতার গল্প: বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনা ◈ মুরাদনগরে ধর্ষণকাণ্ড নিয়ে যা বললেন র‌্যাব (ভিডিও) ◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৩৭ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় ইসরায়েলি গণহত্যার শিকার আরও ১৯ নিরীহ ফিলিস্তিনি

গাজার আল-আকসা মার্টিয়ার্স হসপিটালে আহত শিশুরা

সাজ্জাদুল ইসলাম: [২] ফিলিস্তিনের অবরুদ্ধ ও বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ১৪০তম দিন বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি)। প্রায় ৫ মাস ধরে অবিরাম ইসরায়েলি গণহত্যা ও তান্ডবের শিকার উপত্যকাটিতে নিহত হয়েছেন অন্তত ২৯ হাজার ৩১৩ জন। আর আহত হয়েছেন ৬৯ হাজার ৩৩৩ জন, যাদের বেশিরভাগই শিশু ও নারী। সূত্র : আল-জাজিরা

[৩] ইসরায়েল বুধবার গাজার দেইর আল-বালাহ’র নুসেইরাত শরণার্থী শিবির ও তার পাশের জেইতুল এলাকায় বিমান হামলা চালায়। এতে নারী-শিশুসহ অন্তত ১৯ জন নিহত ও বহু আহত হন। গাজার আল-আকসা ‘মার্টিয়ার্স হসপিটালে’ আনা হয় আহতদের অনেককে। উদ্বাস্তু শিবিরের পশ্চিমে দা’লিস পরিবারের বাসভবনে হামলায় ১৭ জন নিহত ও বহু আহত হন।

[৪] ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, গাজা সিটির জেইতুন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিক ইলহাব নাসরুল্লাহ এবং তার স্ত্রী নিহত হয়েছেন। সাংবাদিককে টার্গেট করে এ হামলা চালানো হয়। এতে সাংবাদিক দম্পত্তির তিন সন্তান মারাত্মক দগ্ধ হয়েছে। মেডিকেল সূত্র এ খবর নিশ্চিত করেছে।

[৫] গায়ানা বলেছে, ফিলিস্তিনিদের ভুখন্ড সামরিক দখলদারিত্ব এখন ‘আত্মসাত’ পর্যায়ে এসে দাঁড়িয়েছে যা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। জাতিসংঘের বিচার আদালতে দখলদারিত্বের বিরুদ্ধে শুনানির তৃতীয় দিন ইসরায়েলি এক বিবৃতিতে গায়ানা একথা জানায়। হেগে চলমান সপ্তাহব্যাপি এ শুনানিতে ৫২ টি দেশ তাদের যুক্তিতর্ক পেশ করছে।

[৬] তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অন্টনি ব্লিনকেন গাজায় সম্ভব শিগগিরই পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। রিও ডি জেনেরিওতে জি-২০ এর বৈঠকের পাশাপাশি বৈঠকে এ আলোচনা করেন। সম্পাদনা: রাশিদ

এসআই/আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়