শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:১৬ বিকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে একমাসের জন্য ১৪৪ ধারা, ত্রিপুরায় সড়ক-রেলপথ অবরোধ

ইমরুল শাহেদ: [২] দিল্লিতে মঙ্গলবার থেকে আবার শুরু হয়েছে কৃষক আন্দোলন। রাজধানীতে আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ার আগেই সোমবার থেকে রাজ্যজুড়ে ১৪৪ ধারা জারি করা হল, যা চলবে ১২ মার্চ পর্যন্ত। এদিকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ককবরক ভাষার পরীক্ষায় বাংলা ও রোমান হরফে প্রশ্নপত্র ও উত্তর লেখার দাবিতে উপজাতি ছাত্র সংগঠন সোমবার রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেল অবরোধের ডাক দিয়েছে। এর ফলে স্বাভাবিক জনজীবন যাতে ব্যাহত না হয়, ত্রিপুরা পুলিশ তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সূত্র: আজকাল

[৩] দৈনিকটির অনলাইন সংস্করণে সোমবার দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাজধানীতে কোনও বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি থাকবে। ট্রাক্টর নিয়ে দিল্লিতে প্রবেশ করা যাবে না। ১৪৪ ধারা লঙ্ঘন করলে গ্রেপ্তার করা হবে। এদিনই সিরসার চৌধুরি দলবীর সিংহ ইন্ডোর স্টেডিয়াম এবং ডাবওয়ালির গুরু গোবিন্দ সিংহ স্টেডিয়ামকে অস্থায়ী জেলে রূপান্তরিত করা হয়েছে। দিল্লির সীমান্তে কংক্রিটের দেওয়াল, কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।

[৪] মঙ্গলবার পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে ২০০টির বেশি কৃষক সংগঠন দিল্লির উদ্দেশে রওনা দেবে। কমপক্ষে ২০ হাজার কৃষক এই অভিযানে সামিল হবেন। কৃষকদের জন্য পেনশন সহ একগুচ্ছ দাবি নিয়ে ‘দিল্লি চলো’র ডাক দিয়েছে সংগঠনগুলো।

[৫] হরিয়ানায় অশান্তি রুখতে মঙ্গলবার রাত পর্যন্ত অম্বালা, কুরুক্ষেত্র, কইথাল, জিন্দ, হিসার, ফতেহাবাদ এবং সিরসা জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধের ঘোষণা করা হয়েছে। ৫০ কোম্পানি পুলিশ মোতায়েন করা হয়েছে।

[৬] আজকালের অপর প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক ও রেল অবরোধ নিয়ে বিজেপি জনজাতি মোর্চা এই অবরোধকে অগণতান্ত্রিক আখ্যা দিয়েছে এবং তা প্রত্যাহার করে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে।

[৭] অনির্দিষ্টকালের জন্য রেল ও জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে তিপ্রা মথা-র ছাত্র সংগঠন তুইপ্রা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন এবং জয়েন্ট মুভমেন্ট কো-অর্ডিনেশন ফোরাম ফর ককবরক। সম্পাদনা: সমর চক্রবর্তী

আইএস/এসসি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়