শিরোনাম
◈ খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি ◈ দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৪৯ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতি দল থাকবে আড়াই বছর প্রধানমন্ত্রী

পাকিস্তানে জোট সরকার গঠনে নওয়াজ-বিলাওয়াল সমঝোতা!

ইমরুল শাহেদ: [২] জিওনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জোট সরকার গঠনের জন্য রোববার রাতে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয় তাতে কেন্দ্রের জন্য এই সমঝোতা হয়। 

[৩] ক্ষমতা ভাগাভাগির এই পদ্ধতি ২০১৩ সালে বেলুচিস্তান প্রদেশে সরকার গঠন করার সময় ব্যবহার করা হয়েছিল। সেখানে পিএমএল-এন এবং ন্যাশনাল পার্টির (এনপি) মুখ্যমন্ত্রীরা আড়াই বছর করে ক্ষমতা ভাগ করে জোট করেছিলো। 

[৪] রোববার বিলওয়াল ভূট্টোর লাহোরের বাসভবনে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার কথা মনে রেখে দু’দলই নীতিগতভাবে এই সমঝোতায় পৌঁছেছে। বৈঠকে উপস্থিত ছিলেন পিপিপির বিলওয়াল ভূট্টো ও আসিফ আলী জারদারি এবং পিএমএল-এনের শাহবাজ শরীফ।  

[৫] এবারের নির্বাচনের আগে ধারণা করা হয়েছিল, নওয়াজ শরীফের দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন। 

[৬] এরপর যখন নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়া শুরু করে তখন নওয়াজ শরীফ জানান তারা জোট গঠন করে সরকার গঠন করবেন। এরই অংশ হিসেবে পিপিপির সঙ্গে যোগাযোগ করেছিল তারা। 

[৭] তবে পিপিপির কাছ থেকে শর্ত দেওয়া হয়; জোট গঠন করে ক্ষমতায় আসতে চাইলে বিলাওয়াল ভুট্টোকে প্রধানমন্ত্রী বানাতে হবে। কিন্তু নওয়াজের দল এই শর্ত মেনে নেয়নি। পিপিপিকেও যখন বশে আনা যাচ্ছে না; তখন ক্ষমতা ভাগাভাগি করে নেওয়ার বিষয়টি বিবেচনায়। 

[৮] প্রধানমন্ত্রীর পদ ছাড়াও পিপিপি এবং পিএমএল-এন অন্যান্য বিষয় নিয়ে বিষদ আলোচনা করেছেন বলে জানা গেছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়