শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৪৯ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতি দল থাকবে আড়াই বছর প্রধানমন্ত্রী

পাকিস্তানে জোট সরকার গঠনে নওয়াজ-বিলাওয়াল সমঝোতা!

ইমরুল শাহেদ: [২] জিওনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জোট সরকার গঠনের জন্য রোববার রাতে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয় তাতে কেন্দ্রের জন্য এই সমঝোতা হয়। 

[৩] ক্ষমতা ভাগাভাগির এই পদ্ধতি ২০১৩ সালে বেলুচিস্তান প্রদেশে সরকার গঠন করার সময় ব্যবহার করা হয়েছিল। সেখানে পিএমএল-এন এবং ন্যাশনাল পার্টির (এনপি) মুখ্যমন্ত্রীরা আড়াই বছর করে ক্ষমতা ভাগ করে জোট করেছিলো। 

[৪] রোববার বিলওয়াল ভূট্টোর লাহোরের বাসভবনে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার কথা মনে রেখে দু’দলই নীতিগতভাবে এই সমঝোতায় পৌঁছেছে। বৈঠকে উপস্থিত ছিলেন পিপিপির বিলওয়াল ভূট্টো ও আসিফ আলী জারদারি এবং পিএমএল-এনের শাহবাজ শরীফ।  

[৫] এবারের নির্বাচনের আগে ধারণা করা হয়েছিল, নওয়াজ শরীফের দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন। 

[৬] এরপর যখন নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়া শুরু করে তখন নওয়াজ শরীফ জানান তারা জোট গঠন করে সরকার গঠন করবেন। এরই অংশ হিসেবে পিপিপির সঙ্গে যোগাযোগ করেছিল তারা। 

[৭] তবে পিপিপির কাছ থেকে শর্ত দেওয়া হয়; জোট গঠন করে ক্ষমতায় আসতে চাইলে বিলাওয়াল ভুট্টোকে প্রধানমন্ত্রী বানাতে হবে। কিন্তু নওয়াজের দল এই শর্ত মেনে নেয়নি। পিপিপিকেও যখন বশে আনা যাচ্ছে না; তখন ক্ষমতা ভাগাভাগি করে নেওয়ার বিষয়টি বিবেচনায়। 

[৮] প্রধানমন্ত্রীর পদ ছাড়াও পিপিপি এবং পিএমএল-এন অন্যান্য বিষয় নিয়ে বিষদ আলোচনা করেছেন বলে জানা গেছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়