শিরোনাম
◈ দেশকে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা : প্রধানমন্ত্রী ◈ খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি ◈ দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০১:৩৫ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় মানবিক বিপর্যয়ের অবসান চাই : সৌদি-কাতার

সাজ্জাদুল ইসলাম: [২] কাতারি-সৌদি সমন্বয় কাউন্সিলের যৌথ বিবৃতিতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ও সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান গাজা উপত্যাকায় মানবিক বিপর্যয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

[৩] দুই নেতা তাদের দেওয়া যৌথ বিবৃতিতে ফিলিস্তিনি ভূখন্ডে যুদ্ধ বন্ধ করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সেখানকার অসামরিক লোকজনের সুরক্ষা দেওয়া প্রয়োজন।

[৪] এ ছাড়া দুই নেতা ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ বন্ধ করতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করার ওপরও গুরুত্ব আরোপ করেন।

[৫] কাতার ও সৌদি আরবের নেতারা দুই রাষ্ট্র সমাধানের মূলনীতি ও আরব শান্তি উদ্যোগের আলোকে ফিলিস্তিনি সংকটের সমাধান করার প্রচেষ্টা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। 

[৬] গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায়। ওই দিন গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১৬২৪৮ জন ফিলিস্তিনি যার মধ্যে ৭১১২ জন শিশু এবং ৪৮৮৫ জন নারী।

[৭]  অন্যদিকে হামাস যোদ্ধাদের হামলায় ৭ অক্টোবর ইসরায়েলে নিহত হন ১ হাজার ২০০ জন এবং জিম্মি হিসেবে আটক হন ২৪২ জন।

এসআই/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়