শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ১০:২৯ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৩, ১২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খান ইউনূসে লড়াইয়ে বহু ইসরায়েলি সেনা হতাহত, সামরিক যান ধ্বংস

সাজ্জাদুল ইসলাম: [২] ৭ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। সেখানকার প্রধান শহর খান ইউনিসে বিমান হামলার ছত্রছায়ায় ইসরায়েলি ট্যাংক ও স্থল সেনারা প্রবেশ করেছে । তবে খান ইউনিসের দিকে আসা ইসরায়েলি সেনাদের ওপর বড় ধরণের হামলা চালিয়েছে ফিলিস্তিনের দ্বিতীয় বৃহৎ প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের যোদ্ধারা। সূত্র: আলজাজিরা

[৩] ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডসের মুখপাত্র আবু হামজা বুধবার (৬ ডিসেম্বর)  ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, তাদের যোদ্ধারা ‘ইসরায়েলি শত্রুদের বেশ কয়েকটি সামরিক যান ধ্বংস করেছে। এতে উল্লেখসংখ্যক শত্রু সেনা হতাহত হয়েছে।’

[৪] ইসরায়েলি সেনারা গাজা উপত্যকার খান ইউনিসকে উত্তরাঞ্চলের দের আল-বালাহ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলে মনে কর হচ্ছে। গত রোববার স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা যায়, এই দুই শহরের মাঝ বরাবর যে সড়ক রয়েছে সেখানে প্রায় ১৫০টি ইসরায়েলি ট্যাংক, সাজোঁয়া যান এবং অন্যান্য সামরিক বাহন অবস্থান নিয়েছে।

[৫] গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধের প্রথম ধাপে ইসরায়েলি সেনারা গাজার উত্তরাঞ্চলে ব্যাপক ধ্বংসযুজ্ঞ চালায়। এরপর হামাসের সঙ্গে তাদের সাতদিনের যুদ্ধবিরতি চলে। এ বিরতি শেষে গাজার দক্ষিণাঞ্চলে হামলা শুরু করে তারা। ইসরায়েলিরা দাবি করছে, হামাসের বেশিরভাগ যোদ্ধা এবং কমান্ডার খান ইউনিসে অবস্থান করছেন।

[৬] ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন মঙ্গলবার পর্যন্তু ১৬২৪৮ জন ফিলিস্তিনি যার মধ্যে ৭১১২ জন শিশু এবং ৪৮৮৫ জন নারী। গাজার মিডিয়া অফিস এ সংখ্যা জানিয়েছে।

এসআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়