ববি বিশ্বাস: [২] বলিভিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ম্যানুয়েল রোচাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন তদন্তের পর এফবিআই ম্যানুয়েল রোচাকে গ্রেপ্তার করে। সূত্র: এসোসিয়েট প্রেস
[৩] এপির প্রতিবেদন অনুযায়ী, ম্যানুয়েল রোচার বিরুদ্ধে মূলত কিউবা সরকারের অ্যাজেন্ট হিসেবে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
[৪] মায়ামি হেরাল্ডের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ম্যানুয়েল রোচা যুক্তরাষ্ট্রে কিউবার সরকারের স্বার্থে কাজ করছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী অন্য কোনো দেশের হয়ে কাজ করতে হলে ব্যাক্তিকে অবশ্যই মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট বা বিচার বিভাগের কাছ অনুমতি নিতে হবে। তবে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
[৫] ৭৩ বছর বয়সী ম্যানুয়েল রোচা দীর্ঘ ২৫ বছর যাবত যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদ হিসেবে কাজ করেছেন। সম্পাদনা: ইকবাল খান
আপনার মতামত লিখুন :