শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ১০:২২ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হৃদরোগের ঝুঁকির কথা আগাম জানাবে কৃত্রিম বুদ্ধিমত্তা

সাজ্জাদুল ইসলাম: [২] অভাবনীয় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে হাজির হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। মানবজীবনের নানা সমস্যা সমাধান ও সহজ করতেও এই সর্বশেষ প্রযুক্তির ইতিবাচক দিকের পাশাপাশি নেতিবাচক নানা দিকও রয়েছে। তবে চিকিৎসাক্ষেত্রে এআই ব্যবহারে যে নজিরবিহীন কিছু পরিবর্তন আসতে যাচ্ছে, তারই আভাস পাওয়া গেল সর্বশেষ এক গবেষণায়। সূত্র : রয়টার্স

[৩] গবেষণাটি হয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। গবেষণায় দেখা গেছে, কোনো ব্যক্তি ভবিষ্যতে হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হবেন কি না, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সেটি আগাম বলে দেওয়া সম্ভব হবে। গবেষকেরা বলছেন, দিন–মাস নয় এ পূর্বাভাস পাওয়া সম্ভব হবে আক্রান্ত হওয়ার ১০ বছর আগেই।

[৪] অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারালাম্বোস আন্তোনিয়াদস এ গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। যুক্তরাজ্যে ৮টি হাসপাতালে ৪০ হাজার মানুষের ওপর এই গবেষণা চালানো হয়েছে। প্রায় তিন বছর ধরে তাদের শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ ও এ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেন গবেষকেরা।

[৫]  গবেষকেরা দেখতে পেয়েছেন, যাদের হৃদপিণ্ডের রক্তসঞ্চালক ধমনি সংকুচিত হচ্ছে, তারা গুরুতর হৃদরোগ ও মৃত্যুর বেশি ঝুঁকিতে আছেন। এর তুলনায় দ্বিগুণ মানুষ যাদের হৃদ্পিণ্ডের রক্তসঞ্চালক ধমনি তেমন সংকুচিত হয়নি, তারাও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকিতে আছেন।

[৬] গবেষক দল তাদের গবেষণা কর্মে একটি নতুন এআই টুল ব্যবহার করেছে। এর মাধ্যমে একজন মানুষের হৃদ্পিণ্ডের রক্তসঞ্চালক ধমনি ঘিরে কতটা চর্বি জমেছে বা কত দ্রুত অবস্থার পরিবর্তন হচ্ছে, সেই তথ্য পাওয়া যায়। একই সঙ্গে ধমনি কতটা সংকুচিত হয়েছে বা হচ্ছে, এ সংক্রান্ত ঝুঁকিও পর্যালোচনা করা সম্ভব এ টুলের সাহায্যে।

[৭] ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের (বিএইচএফ) অর্থায়নে করা এই গবেষণায় বলা হচ্ছে, লাখ লাখ মানুষ আছেন, যারা বুকে ব্যথায় ভোগেন। তারা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছেন কি না, তা জানা যায় না। এ জন্য ঝুঁকি কমানোর চিকিৎসা বা পদক্ষেপ নিতেও পারেন না। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এসব মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি আগে জানা সম্ভব। এতে হৃদরোগ থেকে বাঁচবে হাজার হাজার প্রাণ।

এসআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়