শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:১৮ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ০২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের অন্যতম শক্তিশালী এখন আফগান মুদ্রা: ব্লুমবার্গ

রাশিদুল ইসলাম: [২] আফগানিস্তানের মুদ্রা এখন বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রা। দেশটির মুদ্রা চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বিশ্বের অন্যতম সেরা মুদ্রা হিসেবে আবির্ভূত হয়েছে। এই সময়ের মধ্যে আফগান মুদ্রার দাম ৯ শতাংশ বেড়েছে। ব্লুমবার্গ 

[৩] দারিদ্র্যপীড়িত একটি দেশের জন্য এটি অস্বাভাবিক হলেও, বড় অর্জন বলেই মনে করছেন বিশ্লেষকেরা। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান। এর মধ্য দিয়ে প্রায় দুই দশকের যুদ্ধ ও সংঘাতের অবসান ঘটে। তবে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের তালিকাভুক্ত একটি ‘সন্ত্রাসী সংগঠন’ ক্ষমতা দখলের পরপরই আফগানিস্তান থেকে কার্যক্রম গুটিয়ে নেয় আন্তর্জাতিক সংস্থাগুলো। তালিবান সরকার এখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। 

[৪] এ ছাড়া তালিবান ক্ষমতায় আসার পরই নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ১০ বিলিয়ন ডলার আটকে দেয় যুক্তরাষ্ট্র।

[৫] বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হচ্ছে, মানবিক সহায়তা থেকে পাওয়া শত শত কোটি ডলার এবং এশীয় প্রতিবেশীদের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্যের কল্যাণেই দ্বিতীয় প্রান্তিকে আফগানিস্তানের মুদ্রা বিশ্বব্যাপী র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে। যেখানে আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি বিশ্বের যেকোনো দেশের তুলনায় খারাপ। সেই সঙ্গে ভয়াবহ দারিদ্র্যপীড়িত একটি জনগোষ্ঠী নিয়ে এমন অবস্থানকে অস্বাভাবিকই ভাবা হচ্ছে।

[৬] গত মঙ্গলবার বৈশ্বিক মুদ্রাবাজারের বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি মুদ্রার চেয়ে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে আফগানিস্তানের মুদ্রা। ৭৭ আফগানিতে মিলছে ১ মার্কিন ডলার। যেখানে বাংলাদেশি মুদ্রায় ডলারের বিনিময় হার ১১০ টাকা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়