শিরোনাম
◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল

প্রকাশিত : ১১ জুন, ২০২৩, ০২:০৬ রাত
আপডেট : ১১ জুন, ২০২৩, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনকে সামরিক সহায়তার ঘোষণা দিলেন ট্রুডো

ছবি: সংগৃহীত

আখিরুজ্জামান সোহান: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শনিবার যুদ্ধকালীন কিয়েভে একটি অঘোষিত সফরের সময় ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা করেছেন, যার পরিমাণ ৫০০ মিলিয়ন কানাডিয়ান ডলার। কারণ ইউক্রেন রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত এবং নিয়মিত বিমান হামলার সঙ্গে লড়াই করছে। সূত্র: কালের কণ্ঠ

ট্রুডো কিয়েভে একটি স্মৃতিসৌধে ইউক্রেনীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, যারা ২০১৪ সাল থেকে রাশিয়াপন্থী বাহিনীর সঙ্গে লড়াই করে নিহত হয়েছেন। এরপর তিনি আলোচনার জন্য প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন।

 দক্ষিণ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত কাখোভকা বাঁধ ধ্বংসে রাশিয়ার ভূমিকার নিন্দাও করেছেন ট্রুডো।

কিয়েভ কর্তৃপক্ষের প্রকাশিত আলোচনার ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের নেতার পাশে বসে ট্রুডো বলছেন, ‘আমরা আপনার সঙ্গে থাকব, যতটা লাগে, যত দিন লাগে।’

ন্যাটো সদস্য কানাডায় সবচেয়ে বেশি ইউক্রেনীয় অভিবাসী রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণের সময় দেশটি কিয়েভকে সামরিক ও আর্থিক সহায়তা সরবরাহ করেছে।

এদিন ট্রুডো একটি যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘আজ, আমি ঘোষণা করতে পারি যে আমরা সামরিক সহায়তার জন্য নতুন অর্থায়নে ৫০০ মিলিয়ন (কানাডিয়ান) ডলার প্রদান করব।’ 

এদিকে ইউক্রেন যত দ্রুত সম্ভব ন্যাটো সামরিক জোটে যোগ দিতে চায়। কিন্তু জেলেনস্কি স্বীকার করেছেন যে রাশিয়ার সঙ্গে যুদ্ধের সময় এটি ঘটতে পারে না।

আলোচনার পরে গৃহীত একটি যৌথ ঘোষণায় বলা হয়েছে, ‘কানাডা ইউক্রেনকে শর্ত সাপেক্ষে ন্যাটো সদস্য হওয়ার জন্য সমর্থন করে।

ইউক্রেন ও কানাডা ২০২৩ সালের জুলাইয়ে ভিলনিয়াসে ন্যাটো সম্মেলনে এই সমস্যাগুলো সমাধানের জন্য উন্মুখ।’ 

আলোচনায় জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেন কানাডিয়ানদের তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞ। ‘আপনাদের অনেক ধন্যবাদ। কানাডার জনগণ এবং অবশ্যই সব দল, সরকার এবং সংসদকে। সত্যিই।এই সাহায্য প্রয়োজনীয় ছিল।’

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়