শিরোনাম
◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ১২:১২ রাত
আপডেট : ১০ জুন, ২০২৩, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনকে ২০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে আমেরিকা

ছবি: সংগৃহীত

আখিরুজ্জামান সোহান: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দুই বিলিয়ন বা ২০০ কোটি মার্কিন ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই অর্থ রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে দেশটি নিজেদের আকাশ প্রতিরক্ষা আরও জোরদারে ব্যবহার করবে। ব্লুমবার্গ

ইউক্রেন সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান চালিয়েছে। এ অবস্থায় ইউক্রেনের সেনাদের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্য নিয়ে এসব সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে।

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এ খবর দিয়েছে। গণমাধ্যমটি গতকাল বৃহস্পতিবার একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, চলতি সপ্তাহেই সম্ভবত এ সংক্রান্ত ঘোষণা আসবে।

ওই কর্মকর্তা বলেন, ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভ-এর আওতায় মার্কিন সরকার এ সমস্ত অস্ত্র সরবরাহ করবে। এই আইনের আওতায় এর আগে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র দিয়েছে আমেরিকা।

নতুন এই অস্ত্র প্যাকেজে দুই ধরনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র থাকবে। এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শত্রুর ট্যাক্টিক্যাল ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম। এছাড়া, আমেরিকা ইউক্রেনের জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এমআইএম-২৩ হক ক্ষেপণাস্ত্র দেবে।

সম্প্রতি ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি বড় হামলা চালিয়েছে। অবশ্য, সে সমস্ত হামলা সফলতার সাথে মোকাবেলার দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের শীর্ষ পর্যায়ের নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, তাদের আসল পাল্টা অভিযান এখনো শুরু হয়নি।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়