শিরোনাম
◈ রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার: ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমীর ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ ◈ নতুন বছরে সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব: প্রধান উপদেষ্টা ◈ বি‌সি‌বি কর্মকর্তারা সিলেট স্টেডিয়াম থেকে খালেদা জিয়ার জানাজায় শরিক হন ◈ ইসলামী বক্তা আমির হামজার সম্পদ ১.৫৭ কোটি টাকা, স্বর্ণ ও আসবাব উপহার হিসেবে প্রাপ্ত ◈ খালেদা জিয়া ও ভারতের সম্পর্কে ওঠাপড়া আর আড়ষ্টতার নেপথ্যে ◈ চীন–বাংলাদেশ বন্ধুত্বে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত টঙ্গীতে বিশ্ব ইজতেমাসহ সব কর্মসূচি স্থগিত, খুলে ফেলা হচ্ছে প্যান্ডেল  ◈ খালেদা জিয়ার দর্শন–মূল্যবোধ ভারত–বাংলাদেশ অংশীদারত্বে দিকনির্দেশ দেবে: জয়শঙ্কর ◈ একযোগে এনবিআরের ১৭ কমিশনারকে বদলি

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০১:০৫ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৩:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প আর কখনো প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না: মাইক পেন্স

ডোনাল্ড ট্রাম্প

ইমরুল শাহেদ : যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বুধবার বলেছেন, তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার অভিযান শুরু করেছেন। সাবেক বস ডোনাল্ড ট্রাম্প নাম উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন নেতার প্রয়োজন হয়। সূত্র: এবিসি নিউজ

আইওয়া থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন মাইক পেন্স। সেখানে এক অনুষ্ঠানে তিনি বলেন, ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার যে ঘটনা ঘটেছে, তাতে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভিন্নমত পোষণ করেছিলেন এবং এখনো তিনি ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেন। তারা ট্রাম্পকে আবারো হোয়াইট হাউজে যাওয়ার অনুপযোগী মনে করেন। সাবেক প্রেসিডেন্টকে তিরস্কার করা ছাড়াও পেন্স তার নিজের রক্ষণশীল সত্যের ওপর জোর দেওয়ার চেষ্টা করেছিলেন, যার মধ্যে গর্ভপাতের বিধিনিষেধ, ধর্মীয় স্বাধীনতার নীতি এবং ফেডারেল সরকারকে সঙ্কুচিত করা তার দীর্ঘকালীন ইচ্ছা। 

মাইক পেন্স বলেন, আমি জানি আমরা আবার দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারি। আমাদের জাতিকে আমরা রক্ষা করতে পারি এবং আমাদের সীমান্ত নিরাপদ করতে পারি। আমরা আমাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পারি। আমরা আমাদের জাতিকে একটি ভারসাম্যপূর্ণ বাজেটের পথে নিয়ে যেতে পারি। কিন্তু এজন্য নতুন নেতৃত্ব প্রয়োজন। মাইক পেন্সের স্ত্রী সাবেক সেকেন্ড লেডি কারেন পেন্স তাকে ভোটারদের কাছে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। সূত্র: পার্সটুডে

অনেকদিন ধরে মাইক পেন্সের নির্বাচনে মনোনয়ন পাওয়ার দৌড়ে অংশ নেওয়ার প্রশ্নের নানা ধরনের জল্পনা ছিল। এসব জল্পনার অবসান ঘটিয়ে তিনি শেষ পর্যন্ত প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। সম্পাদনা: মাজহারুল ইসলাম

আইএস/এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়