শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৩ মে, ২০২৩, ০২:০০ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৩, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারের সাগায়িং অঞ্চল থেকে পালিয়েছে হাজার হাজার মানুষ

ইমরুল শাহেদ: ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বাহিনীর ১০ দিনের বিমান হামলায় সাগায়িং অঞ্চলের কান্তবালু টাউনশিপের ২০টি গ্রামের ২০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। একজন প্রতিরোধ যোদ্ধা জানিয়েছেন, বিমান হামলায় ১৭১টি ঘর পুড়ে গেছে। 

উক্ত প্রতিরোধ যোদ্ধা বলেন, ‘গত এপ্রিল থেকেই মিয়ানমার জান্তা বাহিনীর দুটি গ্রুপ আমাদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। তারা সাতটি গ্রাম পুড়িয়ে দিয়েছে।’

সেনা বাহিনীর একটি গ্রুপ ৭ মে চিন মাইত কাইন গ্রামটিতে আগুন ধরিয়ে দেয়। গত বুধবার তারা নাইয়ং পিন সেইত এবং বো বো গ্রাম পুড়িয়ে দেয়। কাইয়ুন হ্লা বিদ্রোহী গ্রুপ বৃহস্পতিবার একটি স্কুল ও পাঁচটি বাড়িয়ে আগুন জ্বালিয়ে দেয়। 

বৃহস্পতিবার ১০০ জান্তা সেনা এবং মিলিশিয়া বাহিনী হাপা লন চেঙ গ্রামটিতে হামলা চালায়। এ সময় তারা ২০টি ঘর পুড়িয়ে দেয়। সেনাবাহিনীর আরেকটি ইউনিট হাতক সার এয়িং গ্রামে হামলা চালিয়ে ১১ জন বেসামরিককে আটক করে। একই সময়ে ৮৩টি ঘর পুড়িয়ে দেয়। 

একই দিন হপোক কোনে গ্রামে সেনাবাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ হয়। সেনাবাহিনী পিছু হটার সময় ১০টি গ্রাম পোড়ায়। গ্রাম পোড়ানোর তথ্য-উপাত্তে দেখা যায় সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত মিয়ানমারের সেনাবাহিনী ৬০ হাজার ৪৫৯টি ঘর-বাড়ি পুড়িয়েছে, তার মধ্যে ৪৭ হাজার ৭৭৮টি বাড়িই পোড়ানো হয়েছে সাগায়িং অঞ্চলে।  

আইএস/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়