শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৩, ০৭:১০ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২৩, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘের জিরো ওয়েস্ট অ্যাডভাইজরী বোর্ডের সদস্য হলেন ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস

মাজহার মিচেল: জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে এ পদে নিয়োগ দেন। তার এ নিয়োগের বিষয়টি রোববার বিকেলে ইউনুস সেন্টার থেকে নিশ্চিত করা হয়।

‘জিরো ওয়েস্ট’ বা শূন্য অপচয় বিষয়ক জাতিসংঘ সাধারণ পরিষদের ২২ ডিসেম্বর ২০২২ -এর রেজল্যুশন মোতাবেক প্রফেসর ইউনূসকে এই মনোনয়ন দেয়া হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই উপলক্ষ্যে প্রফেসর ইউনূসকে লেখা চিঠিতে জাতি সংঘ মহাসচিব বলেন, ‘আমি বিশ্বাস করি যে, আপনার জ্ঞান,অভিজ্ঞতা ও দক্ষতা জাতি সংঘের শূন্য-অপচয় বিষয়ক কর্মকান্ডকে ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা রাখবে।’ 

তিনি আরো বলেন, ‘অপচয় হ্রাস, সামগ্রী ব্যবহার ও উৎপাদন নকসা পুনঃপ্রণয়ন, সার্কুলার অর্থনীতি গড়ে তোলা ও ভোক্তাদের পছন্দের ক্ষেত্রে টেকসই সমাধান হিসেবে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।

জাতিসংঘের এই অ্যাডভাইজরী বোর্ডে ১৩ জন বিশ্বখ্যাত সদস্য রয়েছেন। এদের মধ্যে রয়েছেন তুরস্কের ফার্স্ট লেডী মিসেস এমিনে এরদোয়ান যিনি এই বোর্ডের সভাপতি নিযুক্ত হয়েছেন। 

অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জাতি সংঘ মহাসচিবের পলিসি এক্সিকিউটিভ অফিসের দায়িত্বপ্রাপ্ত আন্ডার-সেক্রেটারী-জেনারেল গাই রাইডার, আলগ্রামোর প্রতিষ্ঠাতাও প্রধান নির্বাহী মি. জোসে ম্যানুয়েল মোয়েলার, ইউনূস ইনভায়ার্ণমেন্ট হাব এর সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস, ইন্টারন্যাশনাল সলিড ওয়েস্ট অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট মি. কার্লোস সিলভা ফিলহো, ইকোনমিয়া সার্কুলার-এর নির্বাহী পরিচালক মিস লরা রেয়েস, দ্য ওয়েস্ট ট্রান্সফরমার্স-এর প্রধান নির্বাহী মিস লারা ভ্যান ড্রুটেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেলাওয়ারে বিশ্ববিদ্যালয়ের এনার্জি এন্ড  দ্য ইনভায়ার্ণমেন্ট বিষয়ের প্রফেসর  সালীম আলী।

গত ৩০ মার্চ প্রথম আন্তর্জাতিক শূন্য অপচয় দিবসে জাতি সংঘ মহাসচিব ‘অ্যাডভাইজরী বোর্ড অব এমিনেন্টপার্সন্স অন জিরো ওয়েস্ট’ গঠনের ঘোষণা দেন।

এমএম/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়