শিরোনাম
◈ শিক্ষক-কর্মচারীদের মাধ্যমিক স্তরে বদলি ও পদায়নের নতুন নির্দেশনা ◈ হাজিদের সোয়া ৮ কোটি টাকা ফেরত দেবে সরকার ◈ জরুরি অবস্থা ঘোষণায় বিরোধীদলের অংশগ্রহণ ও নাগরিক অধিকার সুরক্ষার সুপারিশ ◈ গভীর রা‌তে ক্লাব বিশ্বকা‌পের ফাইনাল, এই আ‌য়োজ‌নে ফিফার আয় ২৪ হাজার কোটি টাকা ◈ সিরিজ বাঁচা‌তে রা‌তে শ্রীলঙ্কার মোকা‌বিলা কর‌বে বাংলা‌দেশ ◈ চীনের সুপার ড্যাম,: ভারত ও বাংলাদেশের উদ্বেগ ও বাস্তবতা ◈ ভেরিফিকেশন ছাড়া আর নয় শিক্ষক নিয়োগ: কার্যকর হলো শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র ◈ সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও জাতীয় নির্বাচন সম্ভব: বিবিসি বাংলাকে সিইসি ◈ সন্ত্রাসীদের ধরতে যে কোন সময় সারাদেশে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০২:০৯ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ১১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগান শিক্ষাকর্মী মতিউল্লাহ ওয়েসার মুক্তির আহ্বান মালালার

মালালা ইউসুফজাই

ইমরুল শাহেদ: শান্তিতে নোবেল পাওয়া মালালা ইউসুফজাই তালেবান সরকারকে এই আহবান জানিয়েছেন। মতিউল্লাহ ওয়েসাকে সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়েসা ছেলে ও মেয়ে - উভয়কেই শিক্ষা প্রদানের জন্য আফগানিস্তানে ভ্রাম্যমাণ স্কুল এবং লাইব্রেরি চালাচ্ছিলেন। তার গ্রেপ্তারে উদ্বিগ্ন করে তুলেছে মালালাকে। জিওটিভি

শিক্ষার বিষয়ে স্পষ্টভাষী মালালা ২০১২ সালে তালিবানের গুলির মুখে মৃত্যু থেকে বেঁচে এসেছেন। ওয়েসার গ্রেপ্তারকে মালালা ‘শিক্ষার উপর আক্রমণ’ বলে উল্লেখ করেছেন। ওয়েসার মুক্তির জন্য মালালার আহবান থেকে স্পষ্ট যে, আফগানিস্তানে শিক্ষা অধিকার আদায়ের জন্য সংশ্লিষ্টদের কতোটা বেগ পেতে হচ্ছে। বিশেষ করে তালিবান শাসনামলে মেয়ে ও তরুণীদের জন্য শিক্ষা গ্রহণ করাটা খুবই কঠিন। 

মঙ্গলবার এক টুইটে নারী শিক্ষা নিষিদ্ধ ও শিক্ষার জন্য লড়াকুদের গ্রেপ্তারে তালিবান সরকারের কঠোর সমালোচনা করেছেন মালালা। তিনি ওয়েসাসহ শিশু শিক্ষার জন্য গ্রেপ্তার হওয়াদের অবিলম্বে মুক্তির আহবান জানিয়েছেন।

পেনপাথ প্রতিষ্ঠানের মাধ্যমে নারী শিক্ষা প্রদানের জন্য গত কিছুদিন থেকেই নানা ধরনের হুমকি পাচ্ছিলেন ৩০ বছর বয়সী ওয়েসা। এ তথ্য জানিয়েছেন ওয়েসার ভাই। গ্রেপ্তারের সময় তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলেও তিনি জানান। তবে সরকার এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি। 

আফগানিস্তানে নারী শিক্ষার জন্য যারা লড়াই করে যাচ্ছেন ওয়েসা তাদের অন্যতম। ২০২১ সালে নারী শিক্ষা নিষিদ্ধ হওয়ার পর এই অধিকার আদায়ের জন্য অনেকেই কাজ করে যাচ্ছেন। গ্রেপ্তারের দিন, তিনি পেনপাথের মহিলা স্বেচ্ছাসেবকদের একটি ছবি টুইট করেছিলেন, যাতে তারা তাদের মেয়েদের শিক্ষার জন্য ইসলামিক অধিকার চেয়েছিলেন।     

আইএম/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়