শিরোনাম
◈ শেখ হাসিনার ১৫তম কারামুক্তি দিবস আজ ◈ ওঝা দিয়ে ঝাড়ফুঁক করেও ইভিএমে ভূত-প্রেত পাওয়া যায়নি: সিইসি ◈ মণিপুরে ছিনতাই হওয়া অস্ত্রশস্ত্র জমা দিতে বাক্স বসালেন বিজেপি বিধায়ক ◈ পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু, আহত ১৪০  ◈ যুক্তরাষ্ট্র মনে করছে, দক্ষিণ এশিয়ায় নিয়ন্ত্রক হিসেবে ক্রমেই দুর্বল হচ্ছে ভারত  ◈ সন্ত্রাস-নাশকতা, বিশৃঙ্খলা ও হামলায় বিশ্বাস করে না জামায়াত: ড. আব্দুল্লাহ ◈ নোয়াখালীতে মায়ের পাশে শায়িত হলেন সিরাজুল আলম খান ◈ রাণীশংকৈল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ◈ জাতীয় পার্টি কাউকে ক্ষমতায় আনার দালাল হবে না: জিএম কাদের  ◈ বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রকে কি বার্তা দিবেন মোদী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৪৫ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ১২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেক্সিকোয় অভিবাসন কেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ৩৯

মেক্সিকোয় অভিবাসন কেন্দ্রে ভয়াবহ আগুন

মিহিমা আফরোজ: গত সোমবার মেক্সিকোর সিউদাদ জুয়ারেজ শহরের একটি অভিবাসন কেন্দ্রে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মেক্সিকোর ন্যাশনাল ইমিগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) জানিয়েছে, এই অভিবাসন কেন্দ্রে মধ্য ও দক্ষিণ আমেরিকার ৬৮ জন পুরুষ বন্দি ছিলেন। তাদের মধ্যে আগুনে অন্তত ৩৯ জন নিহত হয়েছে এবং আহত ২৯ জনকে ইতোমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মেক্সিকোর ইতিহাসে বন্দিশিবিরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ। এ ঘটনায় তদন্ত শুরু করেছে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের অফিস। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন তদন্তকারীরা।

হতাহতদের পরিচয় বা জাতীয়তা এখনো প্রকাশ করেনি আইএনএম। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের স্পষ্ট কোন কারণ এখনও জানা যায়নি। সিউদাদ জুয়ারেজের ফেডারেল ডেপুটি আন্দ্রেয়া শ্যাভেজ আগুনের ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন। 

সিউদাদ জুয়ারেজ শহরটি মূলত যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার সুযোগের অপেক্ষায় থাকা অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম প্রধান রুট। সেখানকার বন্দিশিবিরগুলোতেও এ ধরনের লোকজনই বেশি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলিতে মেক্সিকোর স্থানীয় কর্তৃপক্ষ ও অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছিল। গত নভেম্বরে গুয়াতেমালার সীমান্তের কাছে তাপাচুলায় মেক্সিকোর বৃহত্তম বন্দিশিবিরে দাঙ্গা হয়েছিল। যদিও এ দুটি ঘটনায় কেউ মারা যাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়