শিরোনাম

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৭:২২ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র এক-চতুর্থাংশ ডেমোক্রেট চায় বাইডেন আগামী নির্বাচন অংশ নিক

রাশিদুল ইসলাম: জরিপে মাত্র ১৩ শতাংশ উত্তরদাতা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে দেখতে চানা। অবশ্য যদি প্রেসিডেন্ট বাইডেন আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেন। ফক্স নিউজ

তবে প্রেসিডেন্ট বাইডেনের রেটিং সর্বকালের কম পর্যায়ে পৌঁছেছে। সিংহভাগ ডেমোক্রেটরা বলছেন তারা বাইডেনকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখতে চান না। তারা চান বাইডেন আগামী নির্বাচনে স্বেচ্ছায় প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। সোমবার প্রকাশিত মনমাউথ ইউনিভার্সিটির জরিপে প্রশ্ন করা ৪৪ শতাংশ ডেমোক্রেট এবং ডেমোক্রেট সমর্থক ভোটার বলেছেন যে প্রেসিডেন্ট বাইডেনের উচিত সরে যাওয়া এবং ২০২৪ সালে অন্য কাউকে ডেমোক্রেটিক পার্টির স্ট্যান্ডার্ড-ধারক হিসাবে পার্টি ও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া। উত্তরদাতাদের এক চতুর্থাংশ বলেছেন যে বাইডেনের নির্বাচন করা উচিত। ৩০ শতাংশ বলেছেন তাদের কোন পছন্দ নেই।

প্রেসিডেন্ট বাইডেন বারবার বলেছেন যে তিনি হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে প্রার্থী হতে চান, তবে তিনি এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি। যাইহোক, রাষ্ট্রপতি গত মাসের শুরুর দিকে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ডিএনসির শীতকালীন সভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতার সময় পুনঃনির্বাচনের প্রচারের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, ‘আমরা সবে শুরু করছি, আমি... আরো কাজ সম্পন্ন করতে চাই। আমাকে একটা সহজ প্রশ্ন করি - তুমি কি আমার সাথে? প্রেসিডেন্ট জনতাকে জিজ্ঞাসা করে এমন উত্তর আশা করেন যে আরো চার বছর তিনি ক্ষমতায় থাকতে চান।’

যদিও কোনও বড় ডেমোক্রেট প্রেসিডেন্ট বাইডেনকে প্রাথমিকভাবে নির্বাচনে  চ্যালেঞ্জ করবেন বলে আশা করা হচ্ছে না, তবে এই মাসের শুরুতে সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক এবং আধ্যাত্মিক উপদেষ্টা মারিয়ান উইলিয়ামসন ডেমোক্রেটি পার্টির প্রেসিডেন্ট হিসেবে মনোনয়নের জন্য চেষ্টা করতে পারেন বলে শোনা যাচ্ছে। কিন্তু মনমাউথ জরিপ বলছে ডেমোক্রেটরা তাদের দলের ২০২৪-এর মনোনীত প্রার্থী হিসাবে কাকে দেখতে চান সে সম্পর্কে তাদের কোনও স্পষ্ট ধারণা নেই। তবে ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স, পরিবহন সচিব পিট বুটিগিগ, ম্যাসাচুসেটসের সেন এলিজাবেথ ওয়ারেন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউজমের কথা শোনা যাচ্ছে। 

মনমাউথ ইউনিভার্সিটি জরিপটি গত ১৬-২০ মার্চ যুক্তরাষ্ট্রব্যাপী ৫৪২ জন ডেমোক্রেট এবং ডেমোক্রেটিক সমর্থক ভোটারদের নিয়ে পরিচালিত হয়।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়