ইমরুল শাহেদ: চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিসিটিভি মঙ্গলবার বলেছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার সকালে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তাদের মধ্যে অনেক বিষয় নিয়েই বিস্তারিত কথা হয়েছে। তবে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে বিন সালমানকে আহ্বান জানিয়েছেন শি। টাইমস অব ইন্ডিয়া
মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বি দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। এর থেকে মনে হচ্ছে পশ্চিম এশিয়ার এই অঞ্চলে চীনের প্রভাব ক্রমশ বাড়ছে। যুক্তরাষ্ট্র এক্ষেত্রে যথেষ্ট সতর্ক দৃষ্টি রাখছে।
সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদির প্রধানমন্ত্রী প্রিন্স সালমান সুন্নি মুসলমানের দেশ সৌদি আরব ও প্রতিবেশি শিয়া মুসলিমের দেশ ইরানের মধ্যে সম্পর্কোন্নয়নে চীনের উদ্যোগের প্রশংসা করেছেন।
ফোনালাপে দুই নেতা চীন ও সৌদি আরবের মধ্যে কৌশলগত সম্পর্কের উপর গুরুত্বারোপ করেন। সৌদি আরব হলো বিশ্বের সবচাইতে বড় তেল রপ্তানিকারক দেশ এবং অর্থনৈতিক পাওয়ারহাউজ হিসেবে পরিচিত চীন মধ্যপ্রাচ্যের প্রধানতম বাণিজ্যিক অংশীদার।
শি বলেছেন, নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর ক্ষেত্রে তারা একে অপরকে সমর্থন করা অব্যাহত রাখবেন। মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন অব্যাহত রাখার জন্য তারা কাজ করে যাবেন। এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
এর আগের সপ্তাহে সৌদি আরামকো দুটি চুক্তির মাধ্যমে চীনে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়িয়েছে। গত ডিসেম্বর মাসে শি জিনপিংয়ের সৌদি সফরের পর এই বিনিয়োগ বাড়ানো হয়েছে। সেই সময় তিনি উপসাগরীয় আরব নেতাদের সঙ্গে একটি বৈঠকেও মিলিত হন।
আইএস/এসবি২