শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমাবেশে বাধার চেষ্টা, অস্ট্রেলিয় সিনেটরকে মাটিতে ফেলে দিল পুলিশ

রাশিদুল ইসলাম: অস্ট্রেলিয়ার সংসদের সামনে ব্রিটিশ ট্রান্স সমালোচক  কেলি- জে কিন-মিনশুল ‘লেট উইমেন স্পিক’ সমাবেশে বক্তব্য রাখছিলেন। হঠাৎ তার দিকে তেড়ে যেতে থাকেন সিনেটর লিডিয়া থর্প। পুলিশ তাকে বাধা দিয়ে মাটিতে ফেলে দেয়। মাটিতে হামাগুড়ি দিয়ে লিডিয়া থর্প সমাবেশের দিকে তেড়ে যেতে থাকলে পুলিশ তাকে পাজাকোলা করে সরিয়ে নেয়। ডেইলি মেইল

সমাবেশে তখন ট্রান্সদের সমালোচনায় বক্তৃতার ঝড় চলছিল। সেদিকে লক্ষ্য করে লিডিয়া থর্প তাদের ‘নোংরা’ বলে গালি দেন। কিন্তু অস্ট্রেলিয় পুলিশ চাচ্ছিল নারীরা সংসদ ভবনের বাইরে সমাবেশে বক্তৃতা করুক। লিডিয়া থর্প ওই সমাবেশে হস্তক্ষেপ করায় পুলিশ তাকে বাধা দিয়ে মাটিতে ফেলে দেয়। ব্রিটিশ ট্রান্স সমালোচক মিসেস কিন-মিনশুল, যিনি পসি পার্কার নামেও পরিচিত, বৃহস্পতিবার ক্যানবেরায় তিনি সমাবেশে ট্রান্সদের কড়া সমালোচনা করে বলেন, নারীদের কাছে ট্রান্সদের গ্রহণযোগ্যতা নেই। সমাবেশে অংশগ্রহণকারীরা ‘টমবয় ছেলেদের নয়’, ‘শিশুদের নির্যাতনে প্রতিবাদ’ এবং ‘লাইব্রেরি বইয়ের জন্য, বিকৃতির জন্যে নয়’ লেখা প্ল্যাকার্ড নিয়ে ট্রান্সপন্থী বিক্ষোভকারীদের বিরোধিতা করছিল।

সিনেটর লিডিয়া থর্প পুলিশের বিরুদ্ধে তাকে নির্যাতনের অভিযোগ আনেন। ক্যানবেরায় বৃষ্টি নামার পরও শত শত নারী মিসেস কিন-মিনশুলের ‘নারী সমর্থক’ সমাবেশে জড়ো হয়। এসময় সংসদ ভবনের লনে তাদের দুই ডজন পুলিশ অফিসার ঘিরে রেখেছিল। লিডিয়া থর্প সেখানেই তাদের লক্ষ্য করে তেড়ে গিয়েছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়