শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ১২:৩৮ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রাশিয়া যাচ্ছেন শি জিনপিং 

শি জিনপিং 

সাজ্জাদুল ইসলাম: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির তিন দিনের মাথায় শি’র এ সফর অনুষ্ঠিত হচ্ছে। আল-জাজিরা, সিএনএন

ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় নির্বাসন নিয়ে শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রেসিডেন্টে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ পরোয়ানা জারির পর শি  হচ্ছেন প্রথম বিশ্ব নেতা যিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তাল বিশ্ব পরিস্থিতির মধ্যে দু’পরাশক্তির মধ্যকার শীর্ষ বৈঠক বিশেষ তাৎপর্য বহন করছে।

গত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ২০ থেকে ২২ মার্চ পুতিনের আমন্ত্রণে মস্কোতে অবস্থান করবেন প্রেসিডেন্ট শি। এসময় আরও জানানো হয়, ‘এ বৈঠকে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ চুক্তি’ সই হতে পারে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এক টুইটে বলেছেন, শি’র এ বৈঠক হবে ‘বন্ধুত্ব এবং শান্তির বৈঠক।’

চলতি মাসেই তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন শি জিনপিং। আর এরপরই রাশিয়া সফরে যাচ্ছেন তিনি। এছাড়া রাশিয়াও শি’র এই সফরকে এমন ভাবে উপস্থাপন করছে যে, মস্কোর একটি শক্তিশালী বন্ধু রয়েছে যে কিনা পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে। এরপর ইউক্রেনের শিশুদের রাশিয়ায় নির্বাসন দেয়ার মতো মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আইসিসি পুতিনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পুতিনের কার্যালয়ের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া এলভোভা-বেলোভার বিরুদ্ধেও একই পরোয়ানা জারি করা হয়েছে।

চীনা সংবাদপত্রের জন্য লেখা একটি নিবন্ধে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তিনি তার ‘ভালো পুরোনো বন্ধু’ শি জিনপিংয়ের সফরের ব্যাপারে খুবই আশাবাদী। রোববার রাতে ক্রেমলিনের ওয়েবসাইটে  নিবন্ধটি প্রকাশিত হয়েছে। নিবন্ধে ইউক্রেনে চলমান সংঘর্ষে মধ্যস্থতা করতে চীনের ইচ্ছাকেও স্বাগত জানিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনে যেসব ঘটনা ঘটছে সেটির পটভূমি এবং প্রকৃত কারণগুলো অনুধাবন করে চীন ভারসাম্যপূর্ণ অবস্থান নেয়ায় আমরা কৃতজ্ঞ। সংকট সমাধানে গঠনমূলক ভূমিকা পালনে চীনের ইচ্ছাকে স্বাগত জানাই আমরা।’

চীন গত মাসে ইউক্রেনে চলমান সংঘাদের নিষ্পত্তির আহ্বান জানিয়ে সংলাপসহ ১২-দফা প্রস্তাব প্রকাশ করে। তবে বছরব্যাপী যুদ্ধ কীভাবে শেষ হতে পারে সে সম্পর্কে কোনও সুনির্দিষ্ট প্রস্তাব সেখানে নেই। ইউক্রেনও সতর্কতার সাথে চীনা প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তবে দেশটি বলেছে, যেকোনও ধরনের সমাধানের জন্য রাশিয়াকে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপসহ সমস্ত ইউক্রেনীয অঞ্চল থেকে সরে যেতে হবে।

গত বছর ইউক্রেনে হামলা চালানোর কয়েকদিন আগে প্রেসিডেন্ট  পুতিন চীনের প্রেসিডেন্ট শি’র সাথে দেখা করার জন্য বেইজিং সফর করেছিলেন। উভয় নেতা সেসময় চীন-রাশিয়ার অংশীদারিত্বে ‘কোনও সীমা’ না রাখার ব্যাপারে সম্মত হন। ইউক্রেন আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সঙ্গে চীনের অর্থনৈতিক সম্পর্কও অনেক বৃদ্ধি পেয়েছে। চীন এখন পর্যন্ত রাশিয়া-ইউক্রেন সংঘাতে নিজেকে নিরপেক্ষ দেশ হিসেবে দাবি করার চেষ্টা করলেও বেইজিং রুশ আগ্রাসনকে নিন্দাও জানায়নি। এমনকি রাশিয়ার আগ্রাসনকে ‘আক্রমণ’ বলা থেকেও বিরত রয়েছে চীন।

এসআই/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়