শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৫:১৩ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতের আদেশ অমান্য, পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করছে পিটিআই

ইমরান খানের লাহোরের জামান পার্কের বাড়িতে অবৈধ তল্লাশি

ইমরুল শাহেদ: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী রোববার বলেছেন, ইমরান খানকে গ্রেপ্তার করার জন্য লাহোরের জামান পার্কের বাড়িতে অবৈধ তল্লাশি ও সহিংসতা সৃষ্টি করা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। জিওটিভি

শনিবার সকালে ইমরান খান যখন ইসলামাবাদ জুডিশিয়াল কমপ্লেক্সের আদালতে হাজির হওয়ার জন্য লাহোরের জামান পার্কের বাড়ি ত্যাগ করেন, তারপরেই পাঞ্জাব পুলিশ তার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে। সেখান থেকে দলের কিছু কর্মীকেও তারা গ্রেপ্তার করেন। 

ফাওয়াদ চৌধুরী টুইটারে বলেছেন, দলটি আইনজীবিদের বৈঠক ডাকে। তিনি লিখেছেন, ‘লাহোর হাই কোর্টের সিদ্ধান্তের তোয়াক্কা না করে ইমরান খানের বাড়ির সকল নিয়ম-নীতি ও রক্ষণশীলতা তছনছ করেছে পুলিশ। বাড়ি থেকে অনেক জিনিষপত্র চুরি হয়েছে। তারা জুসের বাক্সটিও নিয়ে গেছে। নিরপরাধ লোকদের উপর নির্যাতন চালিয়েছে।’

দলের এই নেতা আরো লেখেন, ইমরান খানের বাড়ি বা ইসলামাবাদে যা ঘটেছে, তা কেবল দেশের সাংবিধানিক সংকটের কারণেই ঘটছে। 

মাইক্রোব্লগিং সাইটে ফাওয়াদ চৌধুরী লিখেছেন, ‘আদালতের আদেশ অমান্য করা ক্ষমার অযোগ্য। উচ্চ আদালতের উচিত তার রায়কে পাহারা দেওয়া। বেআইনি অভিযান পরিচালনাকারী এবং সহিংসতায় জড়িত সকল পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।'

জিওটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সুপার লীগ শেষে ফেরার পথে পাঞ্জাব এলিট ফোর্স গাড়িতে হামলা চালিয়েছে পিটিআই কর্মীরা। পাঞ্জাব সরকার হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র বলেছেন, ‘দৃস্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

আইএস/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়