শিরোনাম
◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও)

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০৫:৩০ বিকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার ডার্লিং নদীতে আবারও ভেসে উঠেছে লাখ লাখ মৃত মাছ 

মৃত মাছ 

মিহিমা আফরোজ: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের মেনিন্ডি শহরে লোয়ার ডার্লিং নদীটি অবস্থিত। গত শুক্রবার নিউ সাউথ ওয়েলস সরকার বলেছে, ২০১৮ সাল থেকে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ার নদীতে গণহারে লাখ লাখ মাছ মারা যাওয়ার ঘটনা ঘটছে। অক্সিজেন স্বল্পতার কারণে মাছগুলো মারা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি, এএফপি

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, নদীর পানি মৃত মাছে ভরে গেছে। সেগুলোর ওপর দিয়ে নৌকা চলাচল করছে। এত বেশি মৃত মাছ ভেসে উঠেছে যে, পানির নিচে কিছুই দেখা যাচ্ছে না বললেই চলে।  মেনিন্ডির স্থানীয় বাসিন্দা গ্রায়েমে ম্যাকক্রাব বলেন, এটি সত্যিকার অর্থে ভয়াবহ ঘটনা। যত দূর চোখ যায়, শুধু মৃত মাছ দেখা যাচ্ছে। চলতি বছর গণহারে মাছ মারা যাওয়ার এ ঘটনা আগের ঘটনাগুলোর তুলনায় ভয়াবহ। তিনি মনে করেন, এ ক্ষেত্রে অভাবনীয় রকমের পরিবেশগত প্রভাব পড়েছে।

সরকারের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বন্যার পর ডার্লিং নদীতে বনি হেরিং এবং কার্পের মতো মাছগুলোর সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। বন্যার পানি কমে যাওয়ার পর অক্সিজেনের মাত্রা কমে গিয়ে এখন প্রচুর পরিমাণে মাছ মারা যাচ্ছে। এখন ওই অঞ্চলের আবহাওয়া উষ্ণ থাকায় হাইপোক্সিয়ার মাত্রাও বাড়ছে। শীতল পানির তুলনায় উষ্ণ পানিতে অক্সিজেনের মাত্রা কম থাকে। তাপমাত্রা উষ্ণ থাকলে মাছের জন্য বেশি অক্সিজেন প্রয়োজন হয়।

নিউ সাউথ ওয়েলসের মৎস্য সম্পদ বিভাগের মুখপাত্র ক্যামেরন লে বলেছেন, যত দূর চোখ যায়, শুধু মাছ আর মাছ দেখতে পাচ্ছি। মৃত মাছে ভরে থাকা ডার্লিং নদীর দিকে তাকাতে অস্বস্তি হচ্ছে। মেনিন্ডি শহরে প্রায় ৫০০ মানুষের বসবাস। সাম্প্রতিক বছরগুলোতে খরা ও বন্যার কবলে পড়ে শহরটি বারবারই ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়