শিরোনাম
◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও)

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ১১:১৮ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমানে পর্যটন বিকাশে ১০৩ দেশকে ভিসামুক্ত প্রবেশের সুযোগ

ওমান

মাহমুদ নাজমুস সাকিব: পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে ওমান ১০৩টি দেশকে বিনা ভিসায় সেদেশে প্রবেশের সুযোগ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটিতে আমাদের প্রতিবেশী ভারত, ভুটান, মালদ্বীপ এবং চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, যুক্তরাজ্য, ব্রাজিল, আর্জেন্টিনা, জাপানসহ বহু দেশ এ সুবিধা ভোগ করতে পারবে। তবে বাংলাদেশ এ সুবিধা পাবে না। এছাড়া পাকিস্তান ও শ্রীলঙ্কাও ওমানে ভিসামুক্ত প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হবে। আলআরাবিয়া

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিসামুক্ত প্রবেশাধিকারের সুবিধা নিয়ে প্রবেশ করা পর্যটকরা সর্বোচ্চ ১৪ দিন দেশটিতে অবস্থান করতে পারবেন। এসব দেশের ভ্রমণকারীদের আগাম হোটেল বুকিং, স্বাস্থ্য বিমা, রিটার্ন টিকিটের মতো বিষয়গুলোতে ভিসামুক্ত সুবিধা প্রযোজ্য হবে।

প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও অনন্য সংস্কৃতির জন্য পরিচিত ওমান ভ্রমণে পর্যটকদের আরও উৎসাহিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য জিসিসি ভুক্তদেশগুলোর (বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত) নাগরিকদের ওমানে প্রবেশে আগে থেকেই ভিসার প্রয়োজন হয় না।

জানা গেছে, ওমান তার অর্থনীতিকে বহুমুখি করা এবং রাজস্বের জন্য তেলের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন শিল্পের বিকাশের চেষ্টা করছে। সেই ধারাবাহিকতায় এবার বিশ্বের অর্ধেকের বেশি দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিলো দেশটি।

এমএনএস/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়