শিরোনাম
◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ১১:১৮ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমানে পর্যটন বিকাশে ১০৩ দেশকে ভিসামুক্ত প্রবেশের সুযোগ

ওমান

মাহমুদ নাজমুস সাকিব: পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে ওমান ১০৩টি দেশকে বিনা ভিসায় সেদেশে প্রবেশের সুযোগ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটিতে আমাদের প্রতিবেশী ভারত, ভুটান, মালদ্বীপ এবং চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, যুক্তরাজ্য, ব্রাজিল, আর্জেন্টিনা, জাপানসহ বহু দেশ এ সুবিধা ভোগ করতে পারবে। তবে বাংলাদেশ এ সুবিধা পাবে না। এছাড়া পাকিস্তান ও শ্রীলঙ্কাও ওমানে ভিসামুক্ত প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হবে। আলআরাবিয়া

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিসামুক্ত প্রবেশাধিকারের সুবিধা নিয়ে প্রবেশ করা পর্যটকরা সর্বোচ্চ ১৪ দিন দেশটিতে অবস্থান করতে পারবেন। এসব দেশের ভ্রমণকারীদের আগাম হোটেল বুকিং, স্বাস্থ্য বিমা, রিটার্ন টিকিটের মতো বিষয়গুলোতে ভিসামুক্ত সুবিধা প্রযোজ্য হবে।

প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও অনন্য সংস্কৃতির জন্য পরিচিত ওমান ভ্রমণে পর্যটকদের আরও উৎসাহিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য জিসিসি ভুক্তদেশগুলোর (বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত) নাগরিকদের ওমানে প্রবেশে আগে থেকেই ভিসার প্রয়োজন হয় না।

জানা গেছে, ওমান তার অর্থনীতিকে বহুমুখি করা এবং রাজস্বের জন্য তেলের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন শিল্পের বিকাশের চেষ্টা করছে। সেই ধারাবাহিকতায় এবার বিশ্বের অর্ধেকের বেশি দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিলো দেশটি।

এমএনএস/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়