শিরোনাম
◈ চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপি-তে চালু হচ্ছে অনলাইন জিডি ◈ শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী! (ভিডিও) ◈ ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ ◈ শ্রমবাজার নিয়ে আলোচনা করতে মালয়েশিয়ায় আসিফ নজরুল (ভিডিও) ◈ চট্টগ্রাম বন্দর ‘অর্থনীতির হৃদপিণ্ড’, নেপালের ভুটানের নেই, আমাদের হৃদপিণ্ড দিয়ে তাদেরও চলতে হবে: প্রধান উপদেষ্টা ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ◈ সৌদি যুবরাজকে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা: ‘তুমি রাতে ঘুমাও কীভাবে?’ ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান ◈ ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি ◈ নিজ জেলা চট্টগ্রামে আজ প্রথম সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৩, ০৮:২২ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২৩, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্রোন ভূপাতিতের ঘটনায় মস্কোকে আলোচনার আহ্বান পেন্টাগনের

লয়েড অস্টিন, সের্গেই শোইগু

মিহিমা আফরোজ: কৃষ্ণসাগরের ক্রিমিয়া অঞ্চলে মার্কিন গুপ্তচর ড্রোন ভূপাতিত করার ঘটনাটি নিয়ে সরাসরি আলোচনা করতে গত বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে আহ্বান জানিয়েছেন। আরটি

যুদ্ধ শুরুর পর থেকে প্রথমবারের মতো মস্কোকে আহ্বান জানিয়েছে পেন্টাগণ। ড্রোন হামলার কারণ জানতে চাইলে সের্গেই শোইগু অস্টিনকে বলেছেন, মার্কিনিরা রাশিয়া কর্তৃক ঘোষিত আকাশসীমা বিধিনিষেধ লঙ্ঘন করার কারণে ঘটনাটি ঘটেছে। রাশিয়ার উপকূলে এই মার্কিন ড্রোন হামলার ঘটনাটি ‘প্রকৃতিগতভাবে উস্কানিমূলক’ বলে অভিহিত করেছেন শোইগু।  

শোইগু আরও বলেছেন, রাশিয়া সকল উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে থাকবে। পরমাণু শক্তিধর দেশ দুটিকে এ সময়ে যতটা সম্ভব দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। যার মধ্যে একটি হলো, যেকোন সংকট নিয়ে আলোচনা করার জন্য একটি সামরিক চ্যানেল খোলা রাখা।
গত বুধবার পেন্টাগনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অস্টিন বলেছেন, বিশ্বের শক্তিধর দেশগুলোকে স¦চ্ছতা এবং যোগাযোগের মডেল হয়ে উঠতে হবে। তিনি আরও জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র সব সময়ই আন্তর্জাতিক আইন মেনে চলতে থাকবে। 

যুক্তরাষ্ট্র এক বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনকে বিভিন্ন অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। রাশিয়ায় ড্রেন হামলার পর রুশ নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ বলেছেন, এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত। সম্পাদনা: ইমরুল শাহেদ

এমএ/আইএস/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়