শিরোনাম
◈ ঢাকার মূল সড়কে রিকশা চলবে না: অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধে ডিএনসিসির অভিযান ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলল ভারত  ◈ জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না : আশিক চৌধুরী ◈ স্ত্রীকে বিদেশ যেতে বাধা, বিষয়টিকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন পার্থ! (ভিডিও) ◈ এনবিআর বিলুপ্তি করা হলো কেন, জানাল সরকার ◈ কোম্পানীগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৩, ০৮:৩০ রাত
আপডেট : ১২ মার্চ, ২০২৩, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেলের দাম বাড়ায় রেকর্ড পরিমাণ লাভ সৌদি কোম্পানির

সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো

মিহিমা আফরোজ: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় ফুলেফেঁপে উঠেছে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো। ২০২২ সালে কোম্পানিটির লাভের পরিমাণ ছিল ১৬১ দশমিক ১ বিলিয়ন ডলার। গত বছরের তুলনায় ২০২৩ সালে তেল কোম্পানিটির লাভ বেড়েছে ৪৬ দশমিক ৫ শতাংশ। বিবিসি

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর যেসব কোম্পানি লাভের কথা জানিয়েছে তাদের মধ্যে এটি অন্যতম। এর আগে মার্কিন এক্সকন মোবিল ৫৫ দমমিক ৭ বিলিয়ন ডলার ও ব্রিটেন শেল ৩৯ দশমিক ৯ বিলিয়ন ডলার লাভের কথা জানায়।

২০২২ সালের শেষ সপ্তাহের ১৯ দশমিক ৫ বিলিয়ন ডলারের লভ্যাংশ চলতি বছরের প্রথম সপ্তাহে  পরিশোধ করার কথাও জানিয়েছে আরামকো। তবে এসব লভ্যাংশের বেশির ভাগ অর্থই সৌদি সরকারের কাছে যাবে। কারণ কোম্পানিটির ৯৫ শতাংশ শেয়ার সরকারের।

বর্তমানে প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে ৮২ ডলারে। যদিও গত বছরে মার্চে মূল্য বেড়ে ১২০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। এর আগে এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে রেকর্ড লাভ করেছে ব্রিটিশ তেল-গ্যাস কোম্পানি ‘শেল’। ইউক্রেনে রাশিয়ার হামলার পর জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় কোম্পানিটি এমন মুনাফার কথা জানায়। ২০২২ সালে ৩৯ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার বা ৩২ দশমিক দুই বিলিয়ন পাউন্ড লাভ করেছে, যা কোম্পানিটির ১১৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

এমএইচএ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়