শিরোনাম
◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৩১ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানুয়ারি মাসে মিয়ানমারে নিহত ১১০, আহত ৩৭

মিয়ানমার

ইমরুল শাহেদ: মিয়ানমারের ঐক্য সরকার অভিযোগ করেছে, জানুয়ারি মাসে জান্তা বাহিনী ১১০ বেসামরিককে হত্যা করেছে। তার মধ্যে ১০ শিশুও রয়েছে। ঐক্য সরকারের বিচার মন্ত্রণালয় বলেছে, জানুয়ারি মাসে জান্তা বাহিনীর হামলায় ১১০ জন নিহত হওয়া ছাড়াও আহত হয়েছে আরো ৩৭ জন। ইরাবতি

সাগায়িংয়ে প্রতিরোধ যোদ্ধাদের মূল ঘাঁটি এলাকায় সবচেয়ে বেশি ৮০ জন নিহত হয়েছে। এছাড়া মান্দালয়ে ১১ এবং মাগওয়ে অঞ্চলে আটজন নিহত হয়েছে। এছাড়া জানুয়ারি মাসে জান্তা বাহিনী  সাগায়িং, মাগওয়ে, মান্দালয় ও তানিনথেরাই অঞ্চলে সাধারণ মানুষের পাঁচ হাজার একশ’ বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। ঐক্য সরকারের প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্চলগুলো ছাড়াও চিন, মন ও কেইন রাজ্যেও বাড়ি পোড়ানো হয়েছে।

সাগায়িং অঞ্চলে জান্তা বাহিনী বিশেষভাবে টার্গেট করেছে বেসামরিক লোকদের। গত মাসে বেসামরিক লোকদের চার হাজার সাতশ’ বাড়ি পোড়ানো হয়েছে উক্ত অঞ্চলে। গ্রেপ্তার করা হয়েছে ৯৫ জনকে। 

ঐক্য সরকারের বিচার মন্ত্রণালয় বলেছে, তারা যুদ্ধাপরাধ, মানবাধিকার লংঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। সরকারের পক্ষ থেকে জনগণ ও বিপ্লবী যোদ্ধাদের কাছে এতদসংক্রান্ত তথ্য জানাতে বলা হয়েছে। 

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি টালমাটাল অবস্থায় আছে। বিদ্রোহীরা যুদ্ধ করছে সেনা শাসনের বিরুদ্ধে এবং জান্তা বাহিনী লাঠিয়ালদের মতো নিষ্ঠুরভাবে ঝাপিয়ে পড়ছে সাধারণ মানুষের উপর। 

রাইটস গ্রুপ দি অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স বলেছে, সেনাবাহিনী ক্ষমতাগ্রহণের পর দুই হাজার ৯৫৪ জন নিহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৭ হাজার ৬৬৮ জনকে। 

আইএমএস/এসএ   

  • সর্বশেষ
  • জনপ্রিয়