ইমরুল শাহেদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৃহস্পতিবার পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে সর্বদলীয় বৈঠকে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। লক্ষ্য হলো দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলার পথ খুঁজে বের করা। জিওটিভি
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চেষ্টা করছেন সকল দলীয় প্রধানদের আলোচনার টেবিলে আনতে। তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, প্রধানমন্ত্রী গুরুত্ব জাতীয় চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করতে চান এবং সমাধান খুঁজে পেতে চান। এই বৈঠকটি ৭ ফেব্রুয়ারি ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, ফেডারেল মন্ত্রী আয়াজ সাদিক পিটিআইয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। এর মধ্যে রয়েছেন পার্লামেন্টের সাবেক স্পিকার আসাদ কায়সার এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টক। তাদের আলোচনায় উপস্থিত থাকার অনুরোধ করেছেন।
এই নিমন্ত্রণ পিডিএম নেতৃত্বাধীন জোট সরকার ও পিটিআইয়ের মধ্যে বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে যে টানাপড়েন চলছিল তা অবসানে প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। এই টানাপড়েন অবশ্য ইমরান খান ক্ষমতায় থাকার সময়ও ছিল। ক্ষমতা বদলের পরতো তা অব্যাহতই আছে।
পাকিস্তানের তিনটি সমস্যা এখন পাশাপাশি বিদ্যমান রয়েছে। সেগুলো হলো অর্থনৈতিক ও রাজনৈতিক এবং সম্প্রতি সন্ত্রাস হয়ে উঠেছে প্রধান জাতীয় ইস্যু। এর কোনো ইস্যুই সহসা কাটিয়ে উঠার মতো নয়।
তথ্যমন্ত্রীর দেওয়া বিবৃতি অনুসারে, পেশোয়ারে অনুষ্ঠিত এপেক্স কমিটির বৈঠকেও পিটিআইয়ের দু’জন প্রতিনিধিকে অংশগ্রহণ করার জন্য নিমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, বৈঠকে পুলিশ, র্যাঞ্জার্স, গোয়েন্দা সংস্থা কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।
বৈঠকে সোমবার যে আত্মঘাতী বোমা হামলা হয়েছে তা নিয়ে আলোচনা হবে এবং সন্ত্রাস কিভাবে নির্মূল করা যায় এবং পুলিশ ও কাউন্টার-টেররোরিজমকে আরো উন্নত করা যায় তা নিয়ে আলোচনা হবে।
আইএস/এনএইচ
আপনার মতামত লিখুন :