শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৪৮ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলি নিপীড়নের প্রতিবাদে ১২০ ফিলিস্তিনি কারাবন্দির অনশন ধর্মঘট শুরু

রাশিদুল ইসলাম: ইসরায়েলের কারাগারে অন্তত ১২০ জন ফিলিস্তিনি বন্দি লাগাতার ধর্মঘট শুরু করেছেন। এরইমধ্যে তারা ধর্মঘটের দ্বিতীয় দিন পার করেছেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল সরকারের নিপীড়নমূলক পদক্ষেপের প্রতিবাদে তারা এই অনশন ধর্মঘটে নেমেছেন। পারসটুডে

সোমবার ফিলিস্তিনের প্রিজনার্স সোসাইটি এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের কুখ্যাত নেজেভ কারাগারে অমানবিক পরিস্থিতির প্রতিবাদে ফিলিস্তিনের রাজবন্দিরা গণ অনশন শুরু করেছেন। কমিশন বলেছে, নেজেভ কারাগারের ২৬, ২৭ এবং ৮ নম্বর সেকশনে ফিলিস্তিনি বন্দিদের ওপর যে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে তার প্রতিবাদে এই লাগাতার অনশন শুরু হয়। এসব সেকশনের বন্দিদেরকে আলাদা করা হয়েছে এবং তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণ থেকে বঞ্চিত করা হচ্ছে।
গত শনিবার এই কারাগারের তিনটি সেকশনে ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনি বন্দিদের ওপর হামলা চালায় এবং এসব সেকশনের বন্দিদেরকে নির্জন কারা কক্ষে রাখা হয়েছে।

এদিকে, ফিলিস্তিনের জিহাদ আন্দোলনের একজন নারী সদস্যকে নির্জন কক্ষে নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল তারও প্রতিবাদ করছেন ফিলিস্তিনের রাজনৈতিক বন্দিরা।ইসরায়েলের কারাগারে শতশত ফিলিস্তিনি বন্দি বিনা বিচারে আটক রয়েছেন। প্রশাসনিক ক্ষমতাবলে তাদেরকে আটক রাখা হয়েছে এবং ছয় মাস পর পর এসব বন্দির আটকাদেশ বাড়ানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়