শিরোনাম
◈ কালরাত স্মরণে এক মিনিটের ‘ব্ল্যাক আউটে’ বাংলাদেশ ◈ নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ও তাঁর মাকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা আটক ◈ যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর আঘাতে ২৩ জনের মৃত্যু ◈ আওয়ামী লীগকে এবার ইফতার পার্টি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ◈ বাংলার সমৃদ্ধি ক্ষতিপূরণ পেল ২৩৭ কোটি টাকা ◈ আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতায় ২৫ মার্চের গণহত্যা হয়েছিল: মির্জা ফখরুল ◈ দুবাইয়ে আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই: আইজিপি ◈ নারী অধিকার কর্মীদের প্রতি ‘কোমল’ মনোভাব দেখানোর জন্যে ১০ বিচারপতিকে মৃত্যুদণ্ড সৌদি সরকারের ◈ একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ দাবি ◈ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে  সকলকে ভূমিকা রাখতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৮:৩৩ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুরকিনা ফাসোতে সশস্ত্রবাহিনীর হামলায় নিহত ২৮

সশস্ত্রবাহিনীর হামলায় নিহত

মিহিমা আফরোজ: বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় সেনা ও বেসামরিকসহ অন্তত ২৮ জন নিহত হয়েছেন। গত সোমবার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলে নাইজার সীমান্তের কাছাকাছি ফালানগৌতৌতে সামরিক বাহিনীর একটি কমব্যাট ইউনিটে সশস্ত্র হামলা হয়। এ ঘটনায় ১০ সেনাসহ স্বেচ্ছাসেবক বাহিনীর দুই যোদ্ধা ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হন। হামলার পর ১৫ হামলাকারীর মরদেহও পাওয়া গেছে। আল-জাজিরার

আইভরি কোস্ট সীমান্তের কাছাকাছি দেশটির দক্ষিণাঞ্চলীয় ক্যাসকেডস অঞ্চলের গভর্নর কর্নেল জ্য চার্লস দিত ইয়েনাপোনো সোম বলেন, অস্ত্রধারীরা দুটি যাত্রীবাহী গাড়ি আটকায়। গাড়ি দুটিতে আট নারী ও ১৬ পুরুষ ছিলেন। পরে নারীদের ও একজন পুরুষকে ছেড়ে দেয় তারা। বাকিদের হত্যা করা হয়। ৩০ জানুয়ারি লিঙ্গুয়েকোরো গ্রামের কাছে তাদের মৃতদেহ পাওয়া যায়। তাদের শরীরে গুলির ক্ষত ছিল।

এ হামলার ঘটনা এমন সময় ঘটল, যখন বুরকিনা ফাসো এবং প্রতিবেশী মালি ও নাইজার আল কায়েদা এবং ইসলামিক স্টেট সংশ্লিষ্ট সশস্ত্র জঙ্গিগোষ্ঠীর সঙ্গে লড়াই করছে। এই সশস্ত্র গোষ্ঠী বুরকিনা ফাসোর অনুর্বর, প্রধানত উত্তরাঞ্চলের গ্রাম এলাকা দখলে নিয়েছে এবং শত শত গ্রামবাসীকে হত্যা করেছে। এদের সহিংসতার জেরে প্রায় ২০ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া সশস্ত্র গোষ্ঠী অনেক শহর ও গ্রাম অবরুদ্ধ করে রেখেছে। এতে শহর ও গ্রামগুলোর বাসিন্দারা তীব্র খাদ্য সংকটে পড়েছেন।

এমএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়