শিরোনাম
◈ জলবায়ু অভিঘাত মোকাবিলা হলে পোশাক রপ্তানি ছাড়াবে ১২ হাজার কোটি ডলার ◈ আদানির বিদ্যুৎ কিনে দুই বছরে পিডিবির লোকসান প্রায় ১৪ হাজার কোটি টাকা ◈ আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সারজিও গোরকে প্রধান উপদেষ্টা ◈ নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী ◈ বিএনপির কেনা বুলেটপ্রুফ বাস দেশে পৌঁছেছে, নিবন্ধন পেল তারেক রহমানের হার্ড জিপ ◈ হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের জেরে আসামে হাই অ্যালার্ট, সীমান্তে কড়া নজর মুখ্যমন্ত্রীর ◈ মিত্রদের জন্য কতটি আসন ছাড়বে বিএনপি? ◈ বিএনপি মনোনীত প্রার্থীর জাল সম্পদ ও অর্থ পাচার মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ হিন্দুত্ববাদী সংগঠনের ভাঙচুরে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৮:৩৩ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুরকিনা ফাসোতে সশস্ত্রবাহিনীর হামলায় নিহত ২৮

সশস্ত্রবাহিনীর হামলায় নিহত

মিহিমা আফরোজ: বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় সেনা ও বেসামরিকসহ অন্তত ২৮ জন নিহত হয়েছেন। গত সোমবার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলে নাইজার সীমান্তের কাছাকাছি ফালানগৌতৌতে সামরিক বাহিনীর একটি কমব্যাট ইউনিটে সশস্ত্র হামলা হয়। এ ঘটনায় ১০ সেনাসহ স্বেচ্ছাসেবক বাহিনীর দুই যোদ্ধা ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হন। হামলার পর ১৫ হামলাকারীর মরদেহও পাওয়া গেছে। আল-জাজিরার

আইভরি কোস্ট সীমান্তের কাছাকাছি দেশটির দক্ষিণাঞ্চলীয় ক্যাসকেডস অঞ্চলের গভর্নর কর্নেল জ্য চার্লস দিত ইয়েনাপোনো সোম বলেন, অস্ত্রধারীরা দুটি যাত্রীবাহী গাড়ি আটকায়। গাড়ি দুটিতে আট নারী ও ১৬ পুরুষ ছিলেন। পরে নারীদের ও একজন পুরুষকে ছেড়ে দেয় তারা। বাকিদের হত্যা করা হয়। ৩০ জানুয়ারি লিঙ্গুয়েকোরো গ্রামের কাছে তাদের মৃতদেহ পাওয়া যায়। তাদের শরীরে গুলির ক্ষত ছিল।

এ হামলার ঘটনা এমন সময় ঘটল, যখন বুরকিনা ফাসো এবং প্রতিবেশী মালি ও নাইজার আল কায়েদা এবং ইসলামিক স্টেট সংশ্লিষ্ট সশস্ত্র জঙ্গিগোষ্ঠীর সঙ্গে লড়াই করছে। এই সশস্ত্র গোষ্ঠী বুরকিনা ফাসোর অনুর্বর, প্রধানত উত্তরাঞ্চলের গ্রাম এলাকা দখলে নিয়েছে এবং শত শত গ্রামবাসীকে হত্যা করেছে। এদের সহিংসতার জেরে প্রায় ২০ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া সশস্ত্র গোষ্ঠী অনেক শহর ও গ্রাম অবরুদ্ধ করে রেখেছে। এতে শহর ও গ্রামগুলোর বাসিন্দারা তীব্র খাদ্য সংকটে পড়েছেন।

এমএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়