শিরোনাম
◈ জলবায়ু ন্যায়বিচার ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে ঐতিহাসিক প্রস্তাব গৃহীত ◈ ভারতের মধ্যপ্রদেশে রামনবমীর পুজা দিতে গিয়ে কুয়ায় পড়ে নিহত ১৩ ◈ রোজা-ঈদ ঘিরে অপরাধ দমন জোরদারে আইজিপির নির্দেশ ◈ ১২ জেলা ও ৩৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা চালু  ◈ শিশুর নামে অসত্য লিখে স্বাধীনতাকে কটাক্ষ করা কি অপরাধ নয়: প্রশ্ন তথ্যমন্ত্রীর ◈ গণমাধ্যমের কণ্ঠ নিস্তব্ধ করার জন্য চূড়ান্ত দমন চালানো হচ্ছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশ ও ভিয়েতনামের অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর  ◈ প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে আরও মামলা হচ্ছে বলে শুনেছি: স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ মন্দা ও লুটপাটে দেশের অর্থনীতি বিপর্যস্ত: জি এম কাদের ◈ সাংবাদিক শামসুজ্জামান কারাগারে

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০১:৫৯ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ১০:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীত যেন শেয়ার বাজার, তাপমাত্রার এত ওঠানামা!

শীত

ইমরুল শাহেদ: দিনের বেলায় বাড়তি থাকলেও সন্ধ্যার দিকে তাপমাত্রা কমতে থাকে। দিনের স্লীবলেস পরলেও সন্ধ্যায় কানটুপিও পরতে হচ্ছে। তবে এখনও পুরোপুরি বিদায় নিচ্ছে না শীত! বৃহস্পতিবার থেকে আবারও শীতের আরও একটা স্পেল ব্যাট চালাবে পশ্চিমবঙ্গে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দি ওয়াল

দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া, উপকূলীয় জেলাগুলিতে সকালে হালকা কুয়াশা। তাপমাত্রা অবশ্য ওঠানামা করতেই থাকবে দক্ষিণবঙ্গে। মঙ্গল ও বুধবার দু’দিন দু’তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে বৃহস্পতিবার থেকে আবারও উত্তুরে হওয়া বইবে। তাপমাত্রা অনেকটাই নামতে পারে। শীতের সেই স্পেল চলবে পরের সোমবার পর্যন্ত।

সোমবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৬ থেকে ৮৭ শতাংশ। কলকাতাতেও কাল থেকে বাড়বে তাপমাত্রা, কার্যত শীত উধাও হবে দু’দিনের জন্য। তবে বৃহস্পতিবার থেকে ফিরবে দিনভর শীতের আমেজ।

আগামী পাঁচ দিন একই রকম তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হাল্কা বৃষ্টিরও সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। বিহার সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দাপট একটু বেশি হতে পারে।

অন্যদিকে, ঘন কুয়াশার দাপট থাকবে রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায়। দৃশ্যমানতা কোথাও শূন্যেও নামতে পারে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে আগামী ২৪ ঘণ্টায় অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। ঘন কুয়াশা থাকবে মঙ্গলবারও।

অন্যদিকে বৃষ্টি, শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি মিলিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। কুড়ি থেকে ত্রিশ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, কাশ্মীর ভ্যালি, মুজফ্ফরাবাদ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু এলাকায়।

আইএস/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়