শিরোনাম

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৩:৪০ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ১২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউ ইয়র্কে ২৮ মিনিট ধরে কৃষ্ণাঙ্গকে পিটিয়ে হত্যা, ভিডিও ভাইরাল

নিকোলাস

রাশিদুল ইসলাম: গত ৭ জানুয়ারি মেমফিসে ২৯ বছর বয়সি কৃষ্ণাঙ্গ নিকোলাসকে ট্রাফিক আইন ভাঙার অভিযোগে দাঁড় করায় পুলিশ। কিন্তু শভপল পিটিয়ে মারার অভিযোগ ওঠে। ১০ জানুয়ারি হাসপাতালে তার মৃত্যু। ওই ঘটনার একাধিক ভিডিও সামনে এসেছে। ওয়াল

সবচেয়ে বড় ভিডিওটি ৩১ মিনিট ৪৪ সেকেন্ডের। সেখানে দেখা যাচ্ছে প্রায় সাড়ে ২৮ মিনিট ধরে মারা হচ্ছে ওই কৃষ্ণাঙ্গকে। গলায় পা দিয়ে চলছে লাথির পর লাথি। হাঁটু দিয়ে আঘাত করা হচ্ছে তলপেটে। কখনও চিৎকার করছেন ওই কৃষ্ণাঙ্গ কখনও ককিয়ে উঠছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে ছ’জন পুলিশ মিলে একজনকে পেটাচ্ছেন। যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে। একটি ছোট ভিডিওতে দেখা যাচ্ছে, ওই কৃষ্ণাঙ্গ জল চাইছেন। কিন্তু পুলিশ তাকে জলের বদলে মুখের মধ্যে বুট দিয়ে লাথি মারছে। একসময় মার খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েন তিনি। তিন বার ‘মা’ বলে ডেকে উঠে নেতিয়ে পড়েন রাস্তায়।

এরপর তাকে তুলে যাওয়া হয় পুলিশ ভ্যানে তোলার জন্য। কার্যত বস্তার মতো ছুড়ে ফেলা হয় তাকে। তারপরও চলে মার। এ হেন ঘটনায় আমেরিকায় কৃষ্ণাঙ্গদের নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। যদিও পাঁচ পুলিশ অফিসারকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে মার্কিন পুলিশ। কিন্তু যে ভিডিও সামনে এসেছে তা সাংঘাতিক বললেও কম বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়