শিরোনাম
◈ নিম্নমানের কিট ক্যাট চকলেট বাজারজাতের দায়ে নেসলের এমডি ও কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ সিয়েরা লিওনে মানবদেহের অঙ্গের অবৈধ ব্যবসা: কালো জাদুর নামে শিশু–নারী হত্যায় শঙ্কিত দেশবাসী ◈ ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণে প্রধান উপদেষ্টার বৈঠক  ◈ আবা‌রো নারী কাবাডি বিশ্বকাপের শিরোপা জিত‌লো ভারত ◈ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া ◈ সেন্ট মার্টিন মাস্টার প্ল্যানের খসড়া প্রকাশ, মতামত চাইল সরকার ◈ ঢাবির বিজয় একাত্তর হলে আগুন (ভিডিও) ◈ জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার: হাইকোর্ট ◈ যে ৪ প্রশ্নে হবে গণভোট, প্রধান উপদেষ্টার পেজে স্ট্যাটাস ◈ যুক্তরাষ্ট্র–কানাডাসহ ১৬ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু আজ রাত থেকে

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৯:৩৩ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৯:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ায় অভিযান চালাতে অনুমতির প্রয়োজন নেই: তুরস্ক

ইব্রাহিম কালিন

মিহিমা আফরোজ : সিরিয়ায় সন্ত্রাস  দমনে অভিযান চালাতে কারও অনুমতির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র ইব্রাহিম কালিন। গত রোববার এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। টিআরটি ওয়ার্ল্ড

ইব্রাহিম কালিন বলেন, আমাদের অনুমতি নেওয়ার জন্য কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আমরা শুধু দেশটির জাতীয় নিরাপত্তা নিশ্চিতে মিত্রদের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।

তিনি আরও বলেন, সিরিয়ার রাজনৈতিক অস্থিরতা শুধু আমাদের জন্য নয়, ইরাক, জর্ডান এবং অন্যান্য দেশ, এমনকি ইউরোপের জন্যও হুমকি স্বরুপ।

গত মাসে সিরিয়া ও ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটের স্থাপনা লক্ষ্য করে অভিযান চালায় তুরস্ক।

সম্প্রতি ইস্তাম্বুলের জনপ্রিয় ইস্তিকলাল অ্যাভিনিউতে সন্ত্রাসী গোষ্ঠী বোমা হামলা চালালে ৬ জন নিহত ও ৮১ জন আহত হন। এ ঘটনার আটদিন পরই ওই অভিযান চালানো হয়।

গত ২০ নভেম্বর বিমান হামলা চালানোর পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাস দমনে হামলার ব্যাপারে সতর্ক করেছিলেন।

ওই হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে এক সিরিয় নারীকে আটক করে তুরস্কের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেন তিনি সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছেন।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আফরিন অঞ্চল দিয়ে তিনি তুরস্কে প্রবেশ করেন। অভিযান প্রসঙ্গে ইব্রাহিম কালিন আরও দাবি করেন, বেসামরিক ব্যক্তি, আমেরিকান বা রাশিয়ান সৈন্যদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয় না।

তুরস্ক গত কয়েক দশক ধরে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির বিরুদ্ধে লড়াই করে আসছে। কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে-কে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে। সিরিয়ার যুদ্ধ চলছে প্রায় ১১ বছর ধরে।

দেশটির বাশার আল-আসাদ সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান। অন্যদিকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো বাশার আল-আসাদবিরোধী।

তাদের সঙ্গে রয়েছে তুরস্ক, সৌদি আরবসহ আরও কয়েকটি আরব দেশ। সম্পাদনা: খালিদ আহমেদ

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়