শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৫:৫২ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরবর্তী প্রজন্মের বোমারু বিমান উন্মোচন যুক্তরাষ্ট্রের

বোমারু বিমান বি-২১

মিহিমা আফরোজ: পারমাণবিক ও প্রচলিত অস্ত্র বহনে সক্ষম উন্নত প্রযুক্তির স্টিলথ বোমারু বিমান বি-২১ রাইডার উন্মোচন করেছে যুক্তরাষ্ট্র। কোন ক্রু ছাড়াই দাপিয়ে বেড়াতে সক্ষম এই বিমান। অন্যান্য যুদ্ধবিমানের চেয়ে এর ডিজাইন ব্যতিক্রম হওয়ায় কৌতূহলের শেষ নেই মানুষের। আল-জাজিরা

বহুল আলোচনার পর অবশেষে গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার পামডেলে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানে পরবর্তী প্রজন্মের স্টিলথ বোমারু বিমান উন্মোচন করেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, এই স্টিলথ বি-২১ বেমারু বিমান তৈরিতে ব্যয় হয়েছে প্রায় ৭০ কোটি মার্কিন ডলার। বোমারু বিমানটি এক নজর দেখতে ভিড় ছিল উৎসুক জনতার। পুরোনো বোমারু বিমানগুলোর ভিড়ের ওপর দিয়ে গর্জন করে আকাশে উড়ে। নতুন এয়ার ক্রাফটটি রাখা হ্যাঙ্গারের দরজা ধীরে ধীরে খোলার সময় সঙ্গীত বাজতে থাকে এবং আলো জ্বলে ওঠে।

নর্থরপ গ্রুম্যানের মুখপাত্র বলেছেন, এমন উন্নত প্রযুক্তির বি-২১ বোমারু বিমান আরও ১০০টি কেনার পরিকল্পনা করেছে মার্কিন বিমানবাহিনী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চীন-তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই নতুন বোমারু বিমান উন্মোচন হলো।

অনুষ্ঠানে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, বি-২১ রাইডার তিন দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম কৌশলগত বোমারু বিমান। এর অনেক সুনির্দিষ্ট তথ্য গোপন রাখা হচ্ছে। তবে বিমানটি মার্কিন বহরে বিদ্যমান বোমারু বিমানের তুলনায় আরও উন্নত। মস্কো ও বেইজিং সম্প্রতি কৌশলগত স্টিলথ বোমারু বিমান তৈরি করছে, এগুলো বি-২১ এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ধারণা করা হচ্ছে। সম্পাদনা: খালিদ আহমেদ

এমএ/কেএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়