শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৪:০৪ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে ভয়েস অব আমেরিকা নিষিদ্ধ

মিহিমা আফরোজ: আফগানিস্তানের তালিবান সরকার আমেরিকান সম্প্রচার মাধ্যম ভয়েস অব আমেরিকাকে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ না করার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করেছে। একই অভিযোগে এফএম রেডিও স্টেশন রেডিও লিবার্টির সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানায় তালিবান সরকার। এনডিটিভি

আফগান প্রশাসনের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানকারী আব্দুল হক হাম্মাদ এক টুইটে পোস্টে জানান, মার্কিন দখলদারিত্বের পর শুরু হওয়া রেডিও আজাদী বন্ধ হয়ে গেছে। তাদের বিরুদ্ধে সাংবাদিকতার নীতিমালা অমান্য করা এবং একতরফা খবর ছড়ানোর অভিযোগ রয়েছে। আফগানিস্তানের ১৩টি প্রদেশে রেডিও আজাদির সম্প্রচার বন্ধ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আফগান প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল কাহার বলখি ভয়েস অব আমেরিকাকে লিখিতভাবে জানিয়েছেন, আফগানিস্তানে প্রেস আইন আছে। কোনো সম্প্রচারক এই আইন লঙ্ঘন করলে তার সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। ভয়েস অফ আমেরিকা ও আজাদী রেডিও প্রেস আইন মেনে চলতে ব্যর্থ হয়েছে।

এদিকে ভয়েস অব আমেরিকা জানিয়েছে, তারা এর আগে অনুষ্ঠানের বিষয়বস্তু নিয়ে অভিযোগ পেয়েছিলেন। তবে অভিযোগে সুনির্দিষ্টভাবে কোনো ঘটনার উল্লেখ করা হয়নি। অভিযোগ ওঠার একদিন পরই নিষেধাজ্ঞা জারি করে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়। তবে এই নিষেধাজ্ঞা অন্যান্য আন্তর্জাতিক মিডিয়া সম্প্রচারের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, মার্কিন-নিয়ন্ত্রিত প্রশাসনের সময় আফগানিস্তানে ৫৪৭টি মিডিয়া আউটলেট ছিল। খামা প্রেস জানিয়েছে, তালিবানরা ক্ষমতায় আসার পর থেকে ২১৯টি প্রিন্ট, অডিও ও ভিজ্যুয়াল মিডিয়া আউটলেট বন্ধ করে দিয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এমএ/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়