শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০১:৫৩ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনেক বাড়িঘর অন্ধকারে

ক্ষেপনাস্ত্রের আঘাতে খেরসনে নিহত ১৫: জেলেনস্কি

ইউক্রেন

ইমরুল শাহেদ: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, জ্বালানি অবকাঠামোর উপর ক্ষেপনাস্ত্র হামলার কারণে বাড়িঘরগুলো বিদ্যুতহীন হয়ে পড়েছে এবং খেরসনে ১৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে। ইয়ন

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাত্যহিক পোস্টে জেলেনস্কি বলেছেন, ‘কিয়েভের অনেক এলাকায় আজো বিদ্যুৎ নেই এবং সেটা অব্যাহতই আছে। প্রায় ছয় মিলিয়ন লোক অন্ধকারে রয়েছে।’ তিনি উল্লেখ করেন, বুধবার থেকে কিছু কিছু বাড়ির সমস্যা সমাধান করা হয়েছে। 

অন্যদিকে, কর্মকর্তারা বলেছেন, দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে ১৫ জন বাসিন্দা নিহত হয়েছেন এবং ৩৫ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন শিশুও রয়েছে।’ তিনি উল্লেখ করেন বেশ কিছু উঁচু ভবন এবং ব্যক্তিগত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
 
খেরসন সামরিক প্রশাসন প্রধান ইয়ারোবস্লাভ ইয়ানুশোভিচ বলেছেন, ‘রুশ হামলাকারীদের রকেট হামলায়  কয়েক স্থানে আগুন ধরে গিয়েছে। অনেক বাড়িতেই আগুন ধরেছে।’

ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি কিয়েভ অঞ্চলে ভিসহোরড এলাকা সফর করেছেন। ক্ষেপনাস্ত্র হামলায় ক্ষয়-ক্ষতি পর্যবেক্ষণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি স্ট্যাটাসে জেলেনস্কি বলেছেন, ‘আমাদের জনগণের উপর রুশ হামলার নজির হলো চারতলা ভবনটি ধ্বংস হয়ে যাওয়া।’ 

বুধবারের ক্ষেপনাস্ত্র হামলায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে, অপর একটি শহরের কর্মকর্তারা।

আইএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়