শিরোনাম
◈ “জুলাই ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের অমোঘ ডাক”— জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে প্রধান উপদেষ্টার বক্তব্য ◈ আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিলাম: নাহিদ ইসলামের বর্ণনায় জুলাইয়ের দিনগুলো ◈ বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে আছে ছিনতাইকারী: ঢাকার পুলিশ কমিশনার ◈ বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ক্রিকেট কোচ গর্ডন গ্রিনিজকে যেভাবে বিদায় নিতে হয়েছিলো ◈ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও) ◈ এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ : সাবেক এমপি কায়কোবাদ ◈ জমি অধিগ্রহণের পর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল: চীনা বিনিয়োগকারীদের উদ্বেগ (ভিডিও) ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি 

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০৫:৪৬ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাপের মুখে মিয়ানমারের জান্তা সরকার, জাতীয় ঐক্য সরকারের সম্পত্তি বিক্রয়

মিয়ানমার

ইমরুল শাহেদ: প্রতিরোধ যোদ্ধারা সক্রিয় থাকায় মিয়ানমারের সামরিক সরকার বেশ চাপের মুখে আছে। দেশটির সেনাবাহিনী স্থল যুদ্ধে কুলিয়ে উঠতে পারছে না প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে। কোথাও কোথাও সেনাবাহিনী বিমান ও হেলিকপ্টার হামলার সহায়তা নিতে হচ্ছে। আবার ক্ষেপনাস্ত্র হামলাও সরকারি বাহিনী অব্যাহত রেখেছে। গত কয়েকদিনের স্থল সরকারি বাহিনী প্রায় শ’য়ের মতো সেনা সদস্য হারিয়েছে। রাজধানী নেপিদোতেও হামলা বাড়িয়েছে প্রতিরোধ যোদ্ধারা।  

ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে গত দুইদিনে একজন মেজরসহ ৪০ জান্তা সদস্য বা সরকারি সেনা নিহত হয়েছে। সোমবার পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এবং সশস্ত্র জাতিগোষ্ঠীর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সাগাইং, মান্দালয়, তানিনথারাই এবং কারেন ও মন রাজ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

ইরাবতির অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার দেশটির সামরিক জান্তার ছিনিয়ে নেওয়া সম্পত্তি বিক্রি করে গত আড়াই দিনে আয় করেছে নয় মিলিয়ন মার্কিন ডলার। দেশটির চলমান সশস্ত্র আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্য সরকারের পরিকল্পনা, অর্থ এবং বিনিয়োগ মন্ত্রণালয় ‘স্প্রিং মান্দালয় ইনভেস্টমেন্ট’-এর আওতায় এই অর্থ সংগ্রহ করেছে। এই প্রকল্পটি ১ অক্টোবর থেকে ইয়ানগুনে শুরু করা হয়েছে। 

এই প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় মান্দালয় পার্বত্য এলাকায় সেনাবাহিনীর অবৈধভাবে বাজেয়াপ্ত করা ৯৮০টি প্লট বিক্রি করে দিয়েছে। সোমবার সকালেই বিক্রি হয়েছে ৫৭৯টি প্লট। এতে ঐক্য সরকারের আয় হয়েছে ৯.৩ মিলিয়ন ডলার। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, প্রকল্পটি শুরু করার আগেই ঐক্য সরকার ৩০০ প্লটের আগাম বুকিং পেয়েছে। 

মন্ত্রণালয় ফেসবুক পেইজের এক স্ট্যাটাসে লিখেছে, ‘আন্দোলন নিয়ে জনগণের বিশ্বাস, তাদের দৃঢ়তা এবং স্বত:স্ফূর্ততা সত্যিই বিস্ময়কর।’ মন্ত্রণালয় আশা করছে শুধু জমি বিক্রি থেকেই তারা আয় করতে পারবে ২৪ মিলিয়ন ডলার। 

মন্ত্রণালয় থেকে জনগণকে এভাবে সহায়তা অব্যাহত রাখার আহবান জানানো হয়েছে। বলা হয়েছে, স্বৈর সরকার স্কুল, শিশুসহ কাউকে রেহাই দেবে না। আন্দোলনের মাধ্যমেই তাদের নির্যাতনের পরিসমাপ্তি ঘটবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়