আলামিন শিবলী: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
শনিবার ইসলামাবাদের মারগাল্লা থানার একজন ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেছেন। ডন
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর বিষয়ে মন্তব্য করায় চলতি বছরের ২০ আগস্ট ইমরান খানের বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলা হয়।
ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় ইসলামাবাদ হাইকোর্টে একটি হলফনামা জমা দেওয়ার কয়েক ঘণ্টা পরেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
আপনার মতামত লিখুন :